Advertisment

দিনে-দুপুরে বাইক থেকে গাড়ি লক্ষ্য করে গুলি! জখম গলসির তৃণমূল নেতা সহ ৩

ভয়ঙ্কর দৃশ্য, সামনে ছুটছে গাড়ি, পিছন থেকে বাইকে ধাওয়া দুই যুবকের। চলছে গুলি!

author-image
IE Bangla Web Desk
New Update
Golsi TMC leader injured after being shot in Bankura , গলসির তৃণমূল নেতা বাঁকুড়ায় গুলিবিদ্ধ

গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির নেতা নুরমহম্মদ শেখ। (বাঁ দিকে)

মঙ্গলবার দুপুরবেলা বাঁকুড়ায় রাস্তায় গুলি চলল। বেলা দেড়টা নাগাদ একটি চার চাকা গাড়িতে চড়ে চালক সহ পাঁচ যুবক বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। জানা গিয়েছে, এই পাঁচজনই বাঁকুড়া জেলা আদালতে আইনি কাজে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের গাড়ি ধাওয়া করতে থাকে একটি বাইক। ওই বাইকে দু'জন সওয়ারী ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। বাইক ধাওয়া করছে দেখা মাত্রই গতি বাড়ে চার চাকার। গাড়িটি বাঁকুড়া শহর লাগোয়া কেশিয়াকোল এলাকা ছেড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের কাছাকাছি আসতেই বাইকের পিছনে বসে থাকা যুবক দুহাতে দুটি বন্দুক নিয়ে গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। গুলিতে গাড়িতেই জখম হন জিয়াবুল হক শেখ, নুর মহম্মদ শেখ এবং গোবিন্দ মণ্ডল নামে তিন যুবক।

Advertisment

এর মধ্যে জিয়াবুলের বাড়ি পূর্ব বর্ধমানের দয়ালপুর গ্রামে। নুরের বাড়ি গলসির তেঁতুলমুড়ি গ্রামে। তিনি গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির নেতা। গোবিন্দর বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার পাবড়াডিহি গ্রামে।

publive-image
পূর্ব বর্ধমানের গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির নেতা নুরমহম্মদ শেখ ওরফে টগর।

বাইক থেকে গুলি চলা শুরু হতেই এদিন ভয়ে গাড়ি থামিয়ে দেন চালক। ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে পড়েছেন তিনজন। সকলকেই গুলি এড়িয়ে কোনওমতে গাড়ি থেকে নেমে পাশে একটি ঘেরা জায়গায় লুকিয়ে পড়েন তাঁরা।

এদিকে গুলির আওয়াজে স্থানীয়রা চলে এলে তাঁদের দেখেই দুস্কৃতীরা যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায়। পুলিশ খবর পাওয়া মাত্রই বাঁকুড়া থেকে বেরোনোর সব রাস্তা ঘিরে ফেলে। তল্লাশি শুরু হয় বাঁকুড়া থেকে বেরোতে থাকা প্রতিটি বাস ও ছোট গাড়িতে। তবে দুই দুষ্কৃতীর খোঁজ মেলেনি।

East Burdwan Bankura Shootout
Advertisment