Train Derailed in West Bengal: ভয়াবহ দুর্ঘটনা। এবারে মালদার কুমেদপুর জংশনের কাছে লাইনচ্যুত হল মালগাড়ির পাঁচটি বগি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কাটিহারগামী মালগাড়ি লাইনচ্যুত হয়। চাঁচল মহকুমার হরিশ্চন্দ্র পুর থানার অন্তর্গত কুমেরপুর জংশনের কাছেই আচমকায় লাইনচ্যুত হয় মালগাড়ির পাঁচটি বগি ।
মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনার পর মুহূর্তের মধ্যে দূরপাল্লার বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে কাটিহার ডিভিশন এবং মালদা ডিভিশনের রেলের পদস্থ কর্তারাও কুমেদপুর জংশনে পৌঁছান। তবে কিভাবে ঘটে গেল এই দুর্ঘটনা, সে ব্যাপারে এখনো পরিষ্কার করে কিছু জানায় না উত্তর-পূর্ব রেলের কাটিহার ডিভিশন কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবসের আগে মালগাড়ি লাইনচ্যুত ঘটনার পিছনে কোন নাশকতার অভিসন্ধি রয়েছে কিনা সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন রেলের একাংশ কর্তারা।
কুমেদপুর জংশন এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে দশটা নাগাদ রেল লাইনের ধার দিয়ে যাওয়ার সময় হঠাৎই বিকট আওয়াজে কেঁপে ওঠে। এরপর মুহুর্তের মধ্যে ওই মালগাড়ির পিছনের দিকের পরপর পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর কুমেদপুর জংশনের রেল পুলিশের কর্তারা ছুটে আসেন।
আরও পড়ুন - < West Bengal CPIM: নেতৃত্বের গভীর সংকট বঙ্গ সিপিএমে! বুদ্ধবাবুর প্রয়াণে এবার যেন মাথার ছাদটাই গেল সরে… >
স্থানীয় রেল সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে এই মালগাড়িটি বিহারের কাটিহার যাচ্ছিল। কুমেদপুর জংশনের কাছেই কাটিহারে যাওয়ার ক্রস লাইন রয়েছে। একদিকে মালদা চলে গিয়েছে । অপরদিকে কাটিহার লাইন চলে গিয়েছে। সেখান দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। যদিও আপৎকালীন পরিস্থিতিতে আপলাইন পরিষ্কার করার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি কতক্ষনের মধ্যে স্বাভাবিক হবে সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি রেলের কাটিহার ডিভিশনের কর্তারা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনাটি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রেল পুলিশ, জিআরপি এবং কাটিহার ডিভিশনের পদস্থ কর্তারা।