scorecardresearch

‘ও বড্ড ইনোসেন্ট’, হৈমন্তীর সঙ্গে সম্পর্ক খোলসা করে বললেন গোপাল

দুর্নীতিতে যুক্ত হৈমন্তীও, চাঞ্চল্যকর দাবিতে শোরগোল ফেলে দিয়েছিলেন কুন্তল ঘোষ।

haimanti ganguly was stayed at maldah hotel says khagen murmu
নিয়োগ দুর্নীতিতে এই তরুণীকে নিয়েই এখন জোর চর্চা।

চাকরি বিক্রির চক্রে আষ্ঠেপৃষ্ঠে যুক্ত হৈমন্তীও, এমনই চাঞ্চল্যকর দাবিতে শোরগোল ফেলে দিয়েছিলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতে অভিযুক্ত গোপাল দলপতির সঙ্গে হৈমন্তীর সম্পর্ক নিয়ে শুক্রবার থেকেই নানা কথা উঠে এসেছে সংবাদমাধ্যমে। গোপালের সঙ্গে বিয়ে হওয়ার পর নাকি ডিভোর্স হয়ে গিয়েছিল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের! তবে কি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ থেকে বাঁচতেই এই ডিভোর্স-তত্ত্ব চাউর করিয়ে দেওয়ার ছক! বিষয়টি স্পষ্ট না হলেও হৈমন্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এতদিনে সংবাদমাধ্যমের সঙ্গে কথায় স্পষ্ট করে নিজের বক্তব্য জানিয়েছেন গোপাল নিজেই।

আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা গোপাল দলপতির নাম সর্বপ্রথম চর্চায় এনে দেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ। সেই সময়ে কুন্তলের মুখে শুধুই গোপালের নাম শোনা যায়। তবে এবার দিন কয়েক আগেই বোমা ফাটিয়ে কুন্তল সামনে এনেছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় নামে এক তরুণীর নাম। শোনা গিয়েছিল হৈমন্তীর সঙ্গে বিয়ে হলেও পরে নাকি ডিভোর্স হয়ে যায় গোপালের।

আরও পড়ুন- অবশেষে খোঁজ গোপাল দলপতির, হৈমন্তী-কুন্তলকে নিয়ে তোলপাড় ফেলা দাবি

তবে সম্প্রতি সংবাদমাধ্যম যোগাযোগ করেছিল গোপাল দলপতির সঙ্গে। হৈমন্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় গোপাল বলেছেন, ‘আমরা আলাদা থাকি। ডিভোর্সের প্রক্রিয়া চলছে।’ হৈমন্তীর সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই বলেই দাবি করেছেন গোপাল দলপতি। তাহলে নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম নিয়ে তোলপাড় পড়ে গেলেও কেন এখনও অন্তরালে রয়েছেন হৈমন্তী?

আরও পড়ুন- মাটি খুঁড়তেই উঠে এলেন সাক্ষাৎ ভগবান বিষ্ণু ও হনুমান! ভক্তিতে গ্রামবাসীরা যা করলেন…

দুর্নীতিতে তিনি জড়িত না থাকলে কেন প্রকাশ্যে এসে গোটা বিষয়টি তিনি স্পষ্ট করছেন না? এই প্রশ্নের উত্তরে গোপাল বলেন, ‘যোগাযোগ করতে পারছি না। ও নিশ্চয়ই সব বলবে। আমিও চেষ্টা করব ওর সঙ্গে কথা বলতে।’ গোপাল আরও বলেন, ‘বিষয়টি নিয়ে ও কিছু জানে না। শুধু শুধু একটা ইনোসেন্ট মেয়েকে ফাঁসিয়ে দিচ্ছে। মিথ্যা রটিয়ে ওকে কালিমালিপ্ত করা চেষ্টা হচ্ছে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Gopal dalapati opened up about his relationship with haimanti