/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cv-ananda-bose-rishra.jpg)
রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
উত্তরবঙ্গে বিক্ষোভের মুখে রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল ঢোকার মুখে তুমুল বিক্ষোভ টিএমসিপির। ফের রাজ্যপালকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। রাজভবন নিয়োজিত ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে বৈঠক করবেন আনন্দ বোস। বৈঠকের প্রতিবাদে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ শাসকদলের ছাত্র সংগঠনের।
গতকাল সকাল সাড়ে আটটায় লেবং থেকে হেলিকপ্টারে বাগডোগরা পৌঁছন রাজ্যপাল। আজ, বুধবার ঠিক দশটা নাগাদ শুরু হয়েছে বৈঠক। সেই বৈঠকে এগারোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আমন্ত্রণ করা হয়েছে। তার মধ্যে বর্ধমান বাদে দশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আড়াই ঘণ্টার মেগা বৈঠক হতে চলেছে। তার আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। তাঁর গাড়ি ঢোকার মুখে কালো পতাকা দেখায় টিএমসিপি। চলে গো-ব্যাক স্লোগান।
সূত্রের খবর, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির কী অবস্থা, কোথায় খামতি রয়েছে, আর কী কী প্রয়োজন, কী করলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন আরও ভাল হবে, তা উপাচার্যদের কাছ থেকে জানতে চাইছেন রাজ্যপাল। শুধু তাই নয়, পড়ুয়াদের স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলিকে আর কীভাবে পরিচালনা করা যায়, সে ব্যাপারেও কথা বলেছেন বলেও খবর।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব ইডি-র, শুক্রবার হাজিরা দেওয়ার নির্দেশ
তবে রাজ্যের অনুমোদনহীন উপাচার্যদের নিয়ে এই বৈঠক ভাল চোখে দেখছে না সরকার, মত ওয়াকিবহাল মহলের। গত সোমবার এখানে কালোপতাকা দেখেছেন রাজ্যপাল। আজ আবার তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কলেজের কয়েকশো ছাত্র-ছাত্রীর জমায়েত করতে শুরু করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।