Advertisment

ভাঙড়ে অশান্তি: রাজ্যপাল মমতা কথা! কী বললেন সি ভি আনন্দ বোস?

অশান্তি নিয়ে চড়া সুর রাজ্যপালের। যা সু-নজরে দেখেনি তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
governor c v ananda bose , ভাঙড়ে অশান্তি: রাজ্যপাল মমতা কথা! কী বললেন সি ভি আনন্দ বোস?on bhangar clash panchayat election nomination ,

রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।' ভাঙড় ঘুরে এই বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Advertisment

কী বলেছেন রাজ্যপাল?

শুক্রবার অশান্ত ভাঙড় ঘুরে দেখেন রাজ্যপাল। প্রথমেই যান বিজয়গঞ্জ বাজারে। তারপর স্থানীয়দের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বললেন পুলিশ আধিকারিকদের সঙ্গেও। তারপর ভাঙড়ে ২ নং বিডিও অফিসে গিয়ে বিগত দিনগুলোর পরিস্থিতি জানতে কথা বলেন বিডিও-র সঙ্গে। সেখান থেকে চলে যান ভাঙড় মহাবিদ্যালয়ে।

এই মহাবিদ্যালয়েই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। বলেন, 'কয়েকটি এলাকায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তথ্য সংগ্রহ করেছি। যা দেখেছি, যা শুনেছি, তা খতিয়ে দেখব। বম্বিংয়ের ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে বাংলার মানুষের। গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। সাংবিধানিক ভাবে হিংসাকে নির্মূল করতে হবে। হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।'

চোপড়া, ভাঙড় সহ মনোনয়ন পর্বেক অশান্তির সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয় বলে বৃহস্পতিবারই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রাতেই পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এই অশান্তি নিয়ে কী তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও আলোনতা হয়েছে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে সি ভি আনন্দ বোস বলেন, 'সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রী আমার সহকর্মী। কথা হয়েছে কিনা তা আমি বাইরে বলব না।'

Bhangar bengal panchayat election 2023 cv ananda bose panchayat election 2023 Bhangar Chaos Mamata Banerjee
Advertisment