Advertisment

নয়া রাজ্য নির্বাচন কমিশনার বিতর্ক: শেষ পর্যন্ত মুখ খুললেন রাজ্যপাল

রাজ্য সরকারের তরফে রাজভবনে ইতিমধ্যেই ফাইল পাঠানো হয়েছে। তবে সেই ফাইলে এখনও পর্যন্ত অনুমোদন দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
IE Bangla Web Desk
New Update
governor c v ananda bose reaction on state election commissioner issue , নয়া রাজ্য নির্বাচন কমিশনার বিতর্ক: শেষ পর্যন্ত মুখ খুললেন রাজ্যপাল

ফের রাজভবন-নবান্ন সংঘাত?

নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ ঘিরে রাজভবন-নবান্ন দ্বন্দ্ব যেন ক্রমশ স্পষ্ট হচ্ছে। কে হবেন নয়া রাজ্য নির্বাচন কমিশনার? রাজ্য সরকারের তরফে রাজভবনে ইতিমধ্যেই ফাইল পাঠানো হয়েছে। তবে সেই ফাইলে এখনও পর্যন্ত অনুমোদন দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্টে সুপারিশকৃত নাম নিয়ে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে খবর। যা নিয়ে চাপা গুঞ্জন রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যপালের অনুমোদন মিলবে কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিতর্কের মধ্যেই রাজ্য নির্বাচন কমিশন সংক্রান্ত ফাইলের প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস

Advertisment

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের কাজের মেয়াদ ৩১ মার্চ শেষ হয়েছিল। কিন্তু তারপর আরও দুই মাসের জন্য রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ বাড়ানো হয়। সেই বর্ধিত মেয়াদও এবার শেষ হওয়ার পথে। এমন অবস্থায় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে পেতে আগ্রহী রাজ্য। রাজ্যের তরফে তাঁর নাম সুপারিশ করে ১৮ মে প্রস্তাবও পাঠানো হয়েছে রাজভবনে। কিন্তু এখনও পর্যন্ত তাতে সাক্ষর করেননি রাজ্যপাল।

বুধবার রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে রাজ্যপালকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে সিভি আনন্দ বোস বলেছেন, 'আমি রাজনীতির মধ্যে নেই। অপেক্ষা করুন এবং দেখুন কী হয়।'

Mamata Government State Election Commission cv ananda bose
Advertisment