যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে বেছে নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল দ্রুত অধ্যাপক সাউকে উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে বলেছেন। ছাত্র-মৃত্যুর ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তাল রাজ্যের পাঁচতারা এই বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে যাদবপুরে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক পরিণতি নাড়া দিয়ে গিয়েছে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। র্যাগিংয়ের বলি হতে হয়েছে নদিয়ার বগুলার ওই ছাত্রকে। ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তনী-সহ ১২ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, যাদবপুরে র্যাগিংয়ের পিছনে আরও কয়েকজনের যোগ থাকতে পারে। ধৃতদের দফায় দফায় জেরা করে তাঁদের খোঁজও চালানো হচ্ছে।
আরও পড়ুন- EXCLUSIVE: ‘বারান্দায় থরথর করে কাঁপছিল ছাত্রটি’, যাদবপুর-কাণ্ডে ‘মারাত্মক’ তথ্য ধৃতের বাবার
এদিকে, যাদবপুরের মতো একটি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকমাস ধরেই স্থায়ী উপাচার্য নেই। আবার চলতি মাসের গোড়ার দিকে বিশ্ববিদ্যালয়ের আরও এক অন্তর্বর্তী উপাচার্য অমিতাভ দত্ত পদত্যাগ করেন। সূত্র মারফত জানা গিয়েছে, আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কয়েকটি নির্দেশ তিনি মানতে পারেননি। সম্ভবত সেই কারণেই দায়িত্ব থেকে সরে যান তিনি।
আরও পড়ুন- ছাত্র সংগঠনের দখলদারির রাজনীতির বলি যাদবপুরের ছাত্র? সাংঘাতিক দাবি! জালে আরও ৩
এদিকে, যাদবপুরে ছাত্র মৃত্যুর পরে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক হয় রাজভবনে। সেই বৈঠকে আচার্য তথা রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানরা নানাবিধ সমস্যার কথা জানান। তারই অন্যতম ছিল উপাচার্যহীনতার বিষয়টি। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়ার কথা জানানো হয় রাজ্যপালকে। এরপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও পড়ুন- যাদবপুর কাণ্ডের তীব্র নিন্দা সৌরভের, র্যাগিং বন্ধে কী পদক্ষেপ করা উচিত? জানালেন মহারাজ