Advertisment

'প্রতি পাপীর ভবিষ্যৎ রয়েছে', দিল্লি থেকে ফিরেই বিস্ফোরক রাজ্যপাল, কীসের ইঙ্গিত?

ভোটর দিনের মতই আজও পথে নামার সম্ভাবনা রাজ্যের সাংবিধানিক প্রধানের।

author-image
IE Bangla Web Desk
New Update
wb minister partha bhowmick attacks governor cv ananda bose

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

পঞ্চায়েত ভোটের দিন পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নেমেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি সফর সেরে আজই কলকাতায় ফিরছেন রাজ্যপাল। এরপরই পঞ্চায়েত ভোট প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। বলেছেন, 'যারা হিংসা ছড়াচ্ছে এবং কন্ট্রোল রুমে বসে যে রাজনীতিকরা রিমোট চালিয়ে এই হিংসায় উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অল-আউট অ্যাকশন নেওয়া হবে। প্রশাসন কড়া হাতে এই হিংসা প্রতিহত করবে।প্রতিটি সন্ন্যাসীর অতীত রয়েছে, প্রতি পাপীর ভবিষ্যৎ রয়েছে। আজ যারা বাজে কাজ করছেন, ভবিষ্যতে তারাই ভালো কাজ করতে পারেন। আজকের হিংসা ভবিষ্যতের প্রজন্মের জন্য নেতিবাচক। তবে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলাকে নিরাপদ জায়গায় পরিণত করে তুলব।'

Advertisment

অর্থাৎ কলকাতায় ফিরেই 'রাজনীতিক প্রভুদের' বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিলেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, এদিনও রাজভবনে নয়, পরিস্থিতি দেখতে পথে নামতে পারেন রাজ্যের সাংবিধানিক প্রধান। প্রথমেই তিনি দক্ষিণ ২৪ পরগনায় যেতে পারেন বলে খবর।

আরও পড়ুন- Live- চলছে পঞ্চায়েতের গণনা, ডায়মন্ড হারবারে ব্যাপক বোমাবাজি, ‘অপহৃত’ বাম প্রার্থী

শনিবার পঞ্চায়েত ভোটের পর রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লির উদ্দেশে রওনা হওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, 'তাজা বাতাস নিতে দিল্লিতে যাচ্ছি।' তখনই আন্দাজ করা গিয়েছিল যে রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে পঞ্চায়েত ভোটের হিংসা-অশান্তির ঘটনা নিয়ে রিপোর্ট দিতে পারেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে রাজ্যপাল বলেছিলেন, 'বসন্ত খুব বেশি দূরে নেই।' বাংলায় কি ৩৫৫ ধারা প্রয়োগের সুপারিশ করবেন তিনি? সাংবাদিকদের এই প্রশ্নের অবশ্য কোনও জবাব দেননি রাজ্যপাল।

আরও পড়ুন- পঞ্চায়েত সদস্য থেকে সোজা সংসদের পথে, চা শ্রমিকদের কথা বলবেন সংসদে

cv ananda bose panchayat election 2023 panchayat election result 2023
Advertisment