Advertisment

RG Kar Incident: আরজি করে রাজ্যপাল, পাশে থাকার বার্তা, আগামীকাল ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিল SUCI

চিকিৎসক-পড়ুয়াদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল।

author-image
IE Bangla Web Desk
New Update
governor cv anand bose

আরজি করে রাজ্যপাল। চিকিৎসক-পড়ুয়াদের সঙ্গে কথা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

RG Kar Incident: আরজি করে রাজ্যপাল। চিকিৎসক-পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন তিনি। আর জি কর ভাঙচুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি আগামীকাল থেকে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

Advertisment

গতকাল মধ্যরাতে আর জি কর ভাঙচুর কাণ্ডের পর আজ দুপুরে হাসপাতালে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কথা বললেন ধর্নামঞ্চে থাকা আন্দোলনকারী চিকিৎসক-পড়ুয়াদের সঙ্গে। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি দেওয়া হয় ন্যায় বিচারের আশ্বাসও। ঘুরে দেখেন সেমিনার রুমের আশেপাশের এলাকা।

এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, " আরজি করে যা ঘটেছে তা মানবতার পক্ষে লজ্জা। এটা সহ্য করা যায় না। আমরা এই ধরণের ঘটনা কোনভাবেই বরদাস্ত করব না। আন্দোলনকারীদের দাবি খুবই সামান্য। দোষীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে"। কেন শুরু থেকে চুপ করে দেখল পুলিশ প্রশ্ন তুললেন রাজ্যপাল। এর সঙ্গেই তিনি বলেন, 'হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। পড়ুয়াদের কথা শুনতে হবে ওরা দেশের ভবিষ্যৎ'। আরজি করের ঘটনায় রাজভবনের তরফে চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। ১৩ অগাস্ট চিঠির প্রাপ্তি স্বীকার করে রাজ্য সরকার। মহিলা চিকিৎসক নার্সদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে সেই চিঠিতে।

আরও পড়ুন - < RG Kar Incident: আরজি করে মধ্যরাতে তান্ডব, হামলাকারীদের দ্রুত ধরতে ফেসবুকে ছবি প্রকাশ কলকাতা পুলিশের >

১৮টি বিভাগে তান্ডব চালায় দুষ্কৃতী। মাঝরাতে মেয়েদের মিছিল চলাকালীন আরজি করে তান্ডব চালানোর উঠেছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। প্রতিটি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করা হয়। নষ্ট করা হয় জীবনদায়ী ওষুধ। গতকাল তান্ডবের প্রতিবাদে গর্জে উঠেছেন আরজি করের আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা। আন্দোলনের মোড় ঘোরাতেই এই হামলা বলে অভিযোগ করেছেন তারা। এদিকে ঘটনার জেরে আগামীকাল ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে SUCI

RG Kar Medical College
Advertisment