যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘিরে নানা অভিযোগ। গত বুধবার রাতেই ব়্যাগিংয়ের জেরে পড়ুয়া মৃত্যুর জেরে অস্বস্তি বেড়েছে রাজ্যের এই 'এলিট' বিশ্ববিদ্যালয়ের। উত্তাল বাংলা। কর্তৃপক্ষের বিরুদ্ধে ঔদাসিন্যের অভিযোগ উঠছে। গ্রেফতার করা হয়েছে ওই বিশ্ববিদ্যালয়েরই তিন ছাত্রকে। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি দায়ী করেছেন মার্কসবাদীদের। যাদবপুরকে 'আতঙ্কপুর' বলেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আচার্যের দাবি, স্থায়ী উপাচার্য না থাকার কারণেই যাদবপুরে এই আনাচার চলছে। অবস্থা ফেরাতে বুধবার রাজভবনে যাদবপুর নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল বলেছেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। এই কারণেই পরিস্থিতি এত জটিল। আমি দ্রুত উপাচার্য সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করব। আশা করছি, খুব শীঘ্রই ভাল খবর দিতে পারব।'
আজ, বুধবার বিকেল ৫টায় রাজভবনে এই বৈঠক হবে। এই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রতিনিধিদেরও আসতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, আজকের বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে যাদবপুরের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তেজনা রয়েছে। ঘটনার দিনই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানকার পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল।