Advertisment

ঐতিহাসিক সিদ্ধান্ত! উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্বে এবার স্বয়ং রাজ্যপালই

নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

author-image
IE Bangla Web Desk
New Update
wb minister partha bhowmick attacks governor cv ananda bose

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এখনও রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ খালি রয়েছে। যার জেরে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। শংসাপত্র পাওয়া থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে উপাচার্য না থাকার জেরে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদেরই। সেই সমস্যা টের পেয়েই এবার বেনজির সিদ্ধান্ত রাজ্যপাল তথা আচার্যের। এখনও যে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী বা অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা যায়নি সেখানে উপাচার্যের দায়িত্ব সামলাবেন রাজ্যপালই। রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে।

Advertisment

এখনও রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ খালি রয়েছে। তারই জেরে একদিকে যেমন যারপরনাই সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের তেমনই বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক কাজকর্ম পরিচালনার ক্ষেত্রেও দিন দিন সমস্যা আরও প্রকট হচ্ছে। সেই সমস্যার আঁচ পেয়েই এবার নজিরবিহীন পদক্ষেপ আচার্য তথা রাজ্যপালের। এবার থেকে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে দায়িত্ব সামলাবেন তিনিই।

আরও পড়ুন- সুতপাকে নৃশংস খুনে ঐতিহাসিক রায়! দোষী সুশান্তের ফাঁসির সাজা

এমনকী প্রয়োজনে রাজভবনে গিয়েও রাজ্যপালের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। এছাড়াও ফোন বা ইমেলের মাধ্যমেও রাজ্যপালের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ মিলবে পড়ুয়াদের। ইতিমধ্য়েই রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁদের একজন নিয়োগপত্র গ্রহণ না করলেও বাকিরা করেছেন। তবে উপাচার্য নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যদিও উচ্চ আদালত রাজ্যপাল কর্তৃক উপাচার্য নিয়োগে কোনও বেনিয়ম হয়েছে বলে মনে করেনি।

West Bengal Vice Chancellor university cv ananda bose
Advertisment