Advertisment

হঠাৎ মমতা সরকারের প্রতি অতি উদার রাজ্যপাল! কোন রসায়নে?

গতকালই কুণাল ঘোষ গিয়েছিলেন রাজভবনে।

author-image
IE Bangla Web Desk
New Update
governor cv ananda bose approved bill regarding increase in salaries of ministers and mlas , মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে অনুমোদন দিয়ে দিলেন রাজ্যপাল

রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে অনুমোদন দিয়ে দিলেন রাজ্যপাল। সোমবার রাতেই ওই বিলে সাক্ষৎ করেছেন সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, সম্মতির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

Advertisment

মুখ্যমন্ত্রী একলাফে অনেকটা বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্যের মন্ত্রী, বিধায়কদের। বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পাস করানোর জন্য সরকার সোমবার একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু যেহেতু সেটি অর্থবিল, তাই রাজ্যপালের সম্মতি ছাড়া তা পাস করানো সম্ভব ছিল না। রাজ্যপাল সই না করায় সোমবার বিধানসভা অধিবেশন কার্যত ভেস্তে যায়।

আরও পড়ুন- রুজিরার আর্জি, ইডি-সংবাদ মাধ্যমকে বেনজির নির্দেশ হাইকোর্টের

ওই দিন বেকেলে দেখা যায়, রাজ্যপালের সঙ্গে দেখা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তারপরই আচমকা মন্ত্রী, বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত দুটি বিলে স্বাক্ষর করে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সই করে দেওয়ার ফলে এই বিলটি নিয়ে আলোচনার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। তবে এই বিলটি আইনে পরিণত করতে গেলে, বিধানসভায় পাস হয়ে ফের যেতে হবে রাজ্যপালের কাছেই।

মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত রাজ্যের সিদ্ধান্তের প্রতিবাদে মুখর বিজেপি। বিধানসভাতেও তারা সোচ্চার হওয়ার কথা জানিয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়েই স্পষ্ট করেছিলেন, তাঁর নিজের বেতনের বর্ধিত অংশ দিয়ে ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের মঞ্চকে আইনি লড়াইয়ের জন্য সাহায্য করবেন। তবে বিজেপির বাকি বিধায়কদের বিষয়টি তিনি তাঁদের উপরই ছেড়ে দিয়েছেন।

Mamata Banerjee tmc bjp cv ananda bose
Advertisment