/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/mamata-cv-ananda-bose.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কবে থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হবে? তা নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাতের আবহ তৈরি হয়েছিল। কিন্তু, জট কেটেছে। অধিবেশন শুরু করতে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভই আনন্দ বোস। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে দীর্ঘ আলোচনার পর সমস্যার সমাধান হয়েছে। বিধানসভা সূত্রে খবর, আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে বাদল অধিবেশ।
জানা গেছে, ২১ জুলাইয়ের মঞ্চেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মধ্যে বাদল অধিবেশন নিয়ে কথা হয়। সেখানেই বিধানসভার অধ্যক্ষ, মন্ত্রী শোভনদেবকে জানান যে রাজ্যপাল আনন্দ বোস নাকি তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছেন। তারপর শুক্রবারই রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয় পরিষদী মন্ত্রীর।
বর্তমানে কেরলে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখান থেকেই শুক্রবার বিকেলে ফোনে শোভনদেবের সঙ্গে কথা হয় রাজ্যের সাংবিধানিক প্রধানের। জানা গিয়েছে যে, রাজ্যপাল পরিষদীয় মন্ত্রীর কাছে জানতে চান, কেন বিধানসভা অধিবেশন নিয়ে এত তাড়াহুড়ো করছে মমতা সরকার।
আরও পড়ুন-অভিষেকের বিরুদ্ধে বড় অভিযোগ, ২১শে মিটতেই দু’টি এফআইআর দায়ের!
জবাবে পরিষদীয় মন্ত্রী জানান, বাদল অধিবেশনে বেশ কয়েকটি বিল পেশের কথা রয়েছে। সেইজন্যই রাজ্য সরকার এই অধিবেশন নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে।
জানা গেছে, তারপরই অধিবেশনের সমনে সই করে দেন রাজ্যপাল। সেই অনুমোদন শনিবার দুপুরে বিধানসভায় এসে পৌঁছেছে বলেও খবর।