Advertisment

'রক্তাসুর', কমিশনার রাজীব সিনহাকে নজিরবিহীন নিশানা রাজ্যপালের

পূর্বসুরি জগদীপ ধনকড়কেও ছাপিয়ে গেলেন রাজ্যপাল আনন্দ বোস।

author-image
IE Bangla Web Desk
New Update
governor cv ananda bose attack election commissioner rajiv sinha , 'রক্তাসুর', কমিশনার রাজীব সিনহাকে নজিরবিহীন নিশানা রাজ্যপালের

কমিশনার রাজীব সিনহা, রাজ্যপাল সিভি আনন্দ বোস।

পঞ্চায়েত ভোটে হিংসা, হত্যা দেখেছে বাংলা। কমিশনারকে সতর্ক করেছেন রাজ্যপাল। কিন্তু কাজের কাজ হয়নি। সরব হয়েছেন সিভি আনন্দ বোস। কাল বাদ পরশু রাজ্যে ভোট। তার আগে বেনজিরভাবে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিন্দার মুখর হলেন বাংলার সাংবিধানিক প্রধান। গণতন্ত্রের উৎসব পরিচালনায় কমিশনার কতটা ব্যর্থ তা বোঝাতে রাজ্যপাল এদিন নিজের ভাষণে কখনও মহাভারত, কখনও শেক্সপিয়ার, আবার কখনও টি এন সেশন, স্বামী বিবেকানন্দের কথা বলেছেন।

Advertisment

কী বলেছেন রাজ্যপাল?

'আমি ভেবেছিলাম, বাংলার গ্রামে গঞ্চে গিয়ে দেখব, চিত্ত হেথায় ভয় শূন্য, উচ্চ হেথায় শির। কিন্তু এসে দেখলাম একেবারে উল্টোটা। মানুষের মনে ভয়, মাথা হেঁট হয়ে আছে। গ্রামে গিয়ে বিধবার কান্না শুনেছি, পুত্রহারা মায়ের কান্না দেখেছি। কী করে এসব বন্ধ হবে, যখন রক্তাসুরের হাতেই ক্ষমতা। তবে মনে রাখতে হবে, রক্তাসুর থাকলে মহাকালীও থাকবে।'

তাঁর সংযোজন, 'নরক থেকে শয়তান উঠে এসেছে, তারা নৃত্য করছে, ক্যানিং, ভাঙড়, বাসন্তী, কোচবিহার, মুর্শিদাবাদের মানুষকে ভয় দেখাচ্ছে। শয়তানরা এখন সব এখানেই।'

কমিশনারকে তাঁর কটাক্ষ যে, 'আমি আপনাকে নিয়োগ করেছি, আর আপনি আমাকে হতাশ করেছেন। আপনি কর্তব্য পালনে ফেল করেছেন। রাস্তায় যে শবদেহ পড়ে আছে তার জন্য আপনিই দায়ী। আপনি কি অশ্বথামা হতে চান? রাতের অন্ধকারের চোরের মতো ঢুকে পাণ্ডবদের ছেলেমেয়েকে যে কুচিয়ে কেটেছিল, নাকি আপনি জুজুৎসু হবেন, যিনি অর্ধমকে ছেড়ে এসেছিলেন।'

শেষে কমিশনের উদ্দেশে রাজ্যপালের ৮ দফা পরামর্শে আগ্রাধিকার পেয়েছে, ভোটে আধাসামরিক বাহিনীর যথাযথ মোতায়েন, রুট মার্চ, স্ট্রং রুম পাহারা দেওয়ার বিষয়গুলি।

এদিন রাজ্যপালের বেনজির আক্রমণ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, 'গোটা রাজ্যে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হচ্ছে। সেখানে মাত্র ৭-৮টা বুথের ঘটনা নিয়ে এত প্রলাপের কোনও অর্থ হয় না। রাজ্যপাল বিজেপির হয়ে রাজনীতি করছেন। মানুষ ভোটে এর জবাব দেবে।'

State Election Commission cv ananda bose panchayat election 2023
Advertisment