Advertisment

বড়ঞায় ঘন্টার পর ঘন্টা ঠায় বসা অধীরকে ফোন রাজ্যপালের, কী বললেন?

মুর্শিদাবাদের মাটি কামড়ে লড়ে যাচ্ছেন বহরমপুরের 'রবিনহুড।'

author-image
IE Bangla Web Desk
New Update
governor cv ananda bose called adhir chowdhury who was staying dharna in baranya for panchayat poll corruption , বড়ঞায় ঘন্টার পর ঘন্টা ঠায় বসা অধীরকে ফোন রাজ্যপালের, কী বললেন?

অধীর চৌধুরী, সি ভি আনন্দ বোস

পঞ্চায়েতের আগে মুর্শিদাবাদের মাটি কামড়ে লড়াই চালাচ্ছেন প্রদেশ কগ্রেস সভাপতি। ঘন্টার পর ঘন্টা পার হলেও গতকাল বিকেল থেকে বুধবার এখনও বড়ঞায় বিডিও দফতরের সামনে মাটিতে বলে অবস্থান চালাচ্ছেন অদীর চৌধুরী। অভিযোগ, মঙ্গলবার মনোনয়ন পর্বের শেষ দিনে বড়ঞা বিডিও অফিসে যে কংগ্রেস প্রার্থীরা বি-ফর্ম জমা দিতে গিয়েছিলেন, তাঁদের বাধা দেয় তৃণমূল। ফের দলের প্রার্থীদের বি-ফর্ম জমার আয়োজন করতে হবে, এই দাবিতেই অবস্থান চালাচ্ছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।

Advertisment

এসবের মধ্যেই বুধবার দুপুরে অধীর চৌধুরীকে ফোন করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রদেশ কংগ্রেস সভাপতির অবস্থানের কারণ জানতে চান তিনি। উভয়ের মধ্যে মিনিট দশেক কথোপকথন হয়েছে।

কী কথা হল অধীর-আনন্দ বোসের?

অবস্থানরত অধীর চৌধুরীর কথায়, রাজ্যপাল তাঁরে রাজভবনের তরফে চালু পিল রুমে ফোন করার কথা বলেছেন। পাল্টা অধীর সি ভি আনন্দ বোসের কাছে জানতে চান, ওই অভিযোগ জানিয়ে কী লাভ? জবাবে রাজ্যপাল জানান, অধীর চৌধুরী পিস রুমে অভিযোগ জানালে তবেই তিনি রাজ্য নির্বাচন কমিশনারকে প্রোয়জনীয় পদক্ষেপ করতে বলতে পারবেন।

রাজ্যপালের নির্দেশ মত প্রদেশ কংগ্রেস সভাপতি প়্চায়েত ভোট সংক্রান্ত রাজভবনের পিস রুমে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

অধীর চৌধুরীর অভিযোগ বড়ঞার বিডিও তাঁর ও ধরনারত কংগ্রেস কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। তাঁদের কোনও সহযোগিতা করা হয়নি। ১৪৪ ধারা জারি রয়েছে এই কথা বলে জল, আলোর ব্যবস্থাও করা হয়নি। গোটা বিষয়ের সুরাহা চেয়ে ইতিমধ্যেই তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন অধীর চৌধুরী।

প্রসানকে চাপে রাখতে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গেই আইনি লড়াইও জারি রয়েছে অধীর চৌধুরীর। বড়ঞাযর ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

CONGRESS adhir choudhury Murshidabad cv ananda bose bengal panchayat election 2023 panchayat election 2023
Advertisment