সংঘাতের আবহেই ফের রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব রাজ্যপালের। এর আগেও রাজ্যপাল ডেকে পাঠিয়েছিলেন রাজীব সিনহাকে। তবে ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। ক্ষুব্ধ রাজ্যপাল এরপর রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান। যা নিয়ে তীব্র জলঘোলা হয়েছে। এই আবহেই এবার রাজ্য নির্বাচন কমিশনারকে ফের একবার ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। রবিবার বিকেলে তাঁকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে।
রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের দিকে দিকে হিংসার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যপাল। পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এর আগে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে রাজ্যপালের তলবে গরহাজির থেকেছিলেন নির্বাচন করমিশনার। ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছিলেন।
আরও পড়ুন- ভয়াবহ দুর্ঘটনা! চলন্ত মালগাড়ির সজোরে ধাক্কা অন্য মালগাড়িতে, হুড়মুড়িয়ে লাইনচ্যুত একাধিক বগি
কমিশনারের এই আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 'পঞ্চায়েত ভোট ঘিরে হিংসার প্রতি রক্তবিন্দুর হিসেব কমিশনকেই দিতে হবে', রাজ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। এমনকী তাঁর জয়েনিং রিপোর্ট পর্যন্ত ফেরত পাঠিয়ে দিয়েছেন তিনি। এই আবহেই এবার ফের একবার রাজভবনে তলব নির্বাটন কমিশনার রাজীব সিনহাকে। তবে রাজ্যপালের এই তলবেও তিনি রাজভবনে যাবেন কিনা স্পষ্ট নয়।
আরও পড়ুন- দক্ষিণবঙ্গে পুরোদমে সক্রিয় মৌসুমী বায়ু, আজ থেকেই একটানা ভারী বৃষ্টি?
এদিকে, পঞ্চায়েত ভোটেরে জন্য এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে পরিকল্পনাহীন নির্বাচন কমিশন। কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে এখনও পর্যন্ত তা জানিয়েও উঠতে পারেনি কমিশন। এদিকে কমিশনের চাহিদা মতো ৮২২ কোম্পানি আধাসেনা আদৌ মিলবে কিনা কেন্দ্রের তরফে এখনও তা স্পষ্ট করা হয়নি।