/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/11/west-bengal-governor-c-v-anand-bose.jpg)
রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস
হাতেখড়ি অনুষ্ঠান সম্পন্নের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে তলব করা হল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। এ দিন রাতেই রাজধানীতে যাবেন রাজ্যপাল। সূত্রের খবর, এবার দিল্লি গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে কথা বলবেন পারেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
হঠাৎ কেন রাজ্যপালকে দিল্লিতে ডাক? সূত্রের একাংশ বলছে, সি ভি আনন্দ বোসের দিল্লি-যাত্রা পূর্ব নির্ধারিত। অন্য আরেকটি অংশের দাবি, হাতেখড়ি নিয়ে বিতর্কের জেরেই তড়িঘড়ি রাজধানীতে তলব করা হয়েছে বাংলার রাজ্যপালকে।
শুরু থেকেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক। ধনখড় পর্ব ভুলে নয়া রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতারভত্তিতে কাজ করবেন বলেই আশাপ্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বিষয়টিক ভালোভাবে নেয়নি বঙ্গ বিজেপি। অকপটে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির জাতীয় পদাধিকারী স্বপণ দাশগুপ্ত। 'সবাই তো আর জগদীপ ধনকড় নয়' বলে তোপ দেগেছিলেন। অসন্তুষ্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এ দিন রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানও এড়িয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
আরও পড়ুন-দিল্লির তলব! রাতেই রাজধানীমুখী রাজ্যপাল, পরামর্শ দেবেন ধনখড়?
আরও পড়ুন-তৃণমূলের স্লোগান সি ভি আনন্দ বোসের মুখে, তুলোধোনা প্রাক্তন রাজ্যপালের
এ দিনের হাতেখড়ি অনুষ্ঠানে অবশ্য বিতর্ক আরও বেড়েছে। রাজ্যপাল নিজের ভাষণে 'জয় বাংলা' বলেন। যা আদতে তৃণমূলের স্লোগান বলে পশ্চিমবঙ্গে জনপ্রিয়। ফলে রাজ্যপালের স্লোগান চয়ণ নিয়ে সরব হয় বিজেপি। খোলাখুলি প্রতিবাদ করে বিরোধী দলনেতা বলেছেন, 'ওনাকে ভুল বোঝানো হল। জয় বাংলা ভারতের স্লোগান নয়। মুজিবর রহমান থেকে শেখ হাসিনা জয় বাংলা বলে থাকেন। বাংলার জয় মানে জয় বাংলা নয়। এটায় ওনার ব্যক্তিগত দোষ নেই।' পাল্টা শুভেন্দুর মন্তব্য রাজভবন ও রাজ্যপালকে অপমান করা এবং তাঁকে নির্দিষ্ট করে নিশানা করা বলে অভিযোগ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
এই বিতর্কের রেশ না মিটতেই রাজ্যপালকে দিল্লিতে তলব ও এ রাজ্যের বিজেপি 'প্রিয়' প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা ঘিরে তাই নানা জল্পনা তৈরি হচ্ছে।