Advertisment

আরও বিপদে পার্থ চট্টোপাধ্যায়! রাজ্যপালের এক সইতেই চরম আশঙ্কার মেঘ

বৃহস্পতিবার আদালতে কী জানালো সিবিআই?

author-image
IE Bangla Web Desk
New Update
primary recruitment scam case partha chaterjee tmc councillor bappaditya dasgupta ed , শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে সমন ইডি-র

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। ছবি- পার্থ পাল

নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই চার্জশিট পেশ করেছিল সিবিআই। কিন্তু তাতে রাজ্যপালের অনুমোদন না থাকায় আদালতে তা গ্রহণযোগ্য হচ্ছিল না। শেষমেষ জটিলতা কাটল। বৃহস্পতিবার আদালতে সিবিআই জানিয়েছে, তাদের আর্জি মেনে চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Advertisment

যেহেতু পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ছিলেন, আর মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, তাই তাঁর গ্রেফতারির ক্ষেত্রে বা চার্জশিটে নাম দেওয়ার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতির প্রয়োজন। চার্জশিটে রাজ্যপালের অনুমোদন না মিললে আদালত তা গ্রহণ করে বিচারপ্রক্রিয়া এগোতে পারে না। পার্থের বিরুদ্ধে চার্জশিট দিলেও তাই তদন্ত ঝুলেই ছিল এত দিন।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরির বিক্রির গুরুতর অভিযোগ অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। গতবছর জুলাইতে পার্থর বান্ধবীর বাড়ি থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ বহু মূল্যের গয়েনা-নথি উদ্ধার হয়েছিল।তারপরই পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। এখনও তাঁরা জেল-বন্দি। এছাড়া এসএসসির গ্রুপ-সি কর্মী নিয়োগের মামলায় শিক্ষা দফতরের আরও পাঁচ জন কর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল সিবিআই।

আরও পড়ুন- শুভেন্দুর ভূয়সী প্রশংসায় কংগ্রেসের কৌস্তভ! ‘বিকল্প রাজনীতি’ মন্তব্যে কীসের ইঙ্গিত?

WB SSC Scam partha chatterjee cbi cv ananda bose
Advertisment