CV Ananda Bose: পিংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোস (Cv Ananda Bose)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আবেদনে সাড়া দিয়ে শেষমেশ নিহত BJP কর্মীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের (Governor)। পরিবারটির পাশে থাকার আশ্বাস রাজ্যের সাংবিধানিক প্রধানের। 'খুনির রাজনৈতিক পরচিয় হয় না, খুনি খুনিই হয়।' নিহত BJP কর্মীর বাড়িতে গিয়ে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
গত ২৩ মার্চ পশ্চিম মেদিনীপুরের পিংলায় (Pingla) বাড়ির ২০০ মিটার দূরে ধানক্ষেত থেকে BJP কর্মী শান্তনু ঘোড়ুইয়ের (Shantanu Ghorui) মৃতদেহ উদ্ধার হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি। শান্তনুকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই পরিচিত ছিলেন এই যুবক। স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই শান্তনুকে খুন করেছে বলে অভিযোগ বিজেপির। এমনকী পুলিশি ময়না তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে নিহতের পরিবার।
আরও পড়ুন- Mamata-Modi: ‘আহত বাঘ সাংঘাতিক’, মোদীর ঝাঁঝালো হুঙ্কারের পাল্টা আগুনে জবাব মমতার!
এদিকে, এই ঘটনা রাজভবনে গিয়ে জানিয়ে এসেছিলেন বিরোধী দলেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল নিজে যাতে পিংলায় নিহত বিজেপি কর্মীরা বাড়িতে গিয়ে গোটা পরিস্থিতি দেখে আসেন সেই আবেদনও করেছিলেন শুভেন্দু অধিকারী। শেষমেষ বিরোধী দলনেতার আবেদনে সাড়া দিয়েই রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার গিয়েছিলেন পিংলায়। নিহত BJP কর্মী শান্তনু ঘোড়ুইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন তিনি। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।
আরও পড়ুন- Kolkata to Pakyong Flight: নামমাত্র খরচেই বিমানে কলকাতা to সিকিম! সপ্তাহের কোন কোন দিন মিলছে পরিষেবা?
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিভি আনন্দ বোস বলেন, "আমি এখানে নিজের চোখে দেখতে এসেছি। খুনির রাজনৈতিক পরচিয় হয় না, খুনি খুনিই হয়। খুনের যে অভিযোগ উঠেছে এটা কোনও ছোট ঘটনা হতে পারে না। দোষীরা শাস্তি পাবে। যার যা পরামর্শ, উপদেশ রয়েছে আমাকে জানান। আমি ব্যবস্থা নেব।"