Advertisment

Lok Sabha Election 2024: কালীঘাটে পুজো দিয়ে পিস-রুম চালু রাজ্যপালের, দিলেন বড় আশ্বাস

Governor CV Ananda Bose: দিন সকাল সাড়ে ১০টা নাগাদ রাজভবনে পিস রুম চালু হয়। শুরুতেই রাজ্যপাল এদিন পিস রুমে ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
governor cv ananda bose peace room lok sabha election 2024 raj bhavan, পিস রুম রাজভবন রাজ্যপাল সিভি আনন্দ বোস লোকসভা ভোট ২০২৪ প্রথম পর্ব

Raj Bhavan: রাজভবনে পিস-রুম।

Peace Room In Raj Bhavan: ঘোষণা করলেও কমিশনের নির্দেশে শুক্রবার কোচবিহারে যেতে পারেননি রাজ্যপাল। শেষপর্যন্ত প্রথমপর্বের ভোটের দিন রাজভবনেই পিস রুম খোলা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রক্রিয়ায় কোনও অভিযোগ থাকলে সাধারণ মানুষ সরাসরি ফোন করে রাজভবনে অভিযোগ জানাতে পারবেন। এই পিস রুম ২৪ ঘণ্টা খোলা থাকছে।

Advertisment

এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ রাজভবনে পিস রুম চালু হয়। শুরুতেই রাজ্যপাল এদিন পিস রুমে ছিলেন। তাঁর সামনেই বেশ কিছু অভিযোগ সেখানে জমা পড়ে। সিভি আনন্দ বোসের আশ্বাস, পিস রুমে জমা পড়া অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন- Lok Sabha Election 2024 Phase 1 Live Updates: চরম উত্তেজনা চান্দামারিতে, BJP-TMC সংঘর্ষে ধুন্ধুমার, মাথা ফাটল তৃণমূলকর্মীর

এ দিন কোচবিহারে যাওয়া আটকে যাওয়ায় আগেই বিবৃতি দিয়ে রাজ্যপাল ঘোষণা করেছিলেন যে, ভোটের দিন তিনি রাজভবনেই থাকবেন ৷ সেখানে বসেই সারাদিন ভোটের দিকে নজর রাখবেন। সেইমতোই শুক্রবার সকালে রাজ্যপাল কালীঘাটে পুজো দিয়েই রাজভবনের পিস রুমে চলে যান। রাজভবনে বসেই রাজ্যের সাংবিধানিক প্রধান উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সংগ্রহ করতে থাকেন।

রাজ্যপালের এই সক্রিয়তা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পুরোটাকে বিরোধীদের 'প্রচার মঞ্চ' বলে দেগে দিয়েছেন।

peace room raj bhavan loksabha election 2024 Bengal Governor cv ananda bose
Advertisment