Advertisment

C V Ananda Bose-Bratya Basu: ব্রাত্যকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ রাজ্যপালের, 'হাস্যকর' বললেন মন্ত্রী

গত ৩০ মার্চ মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভা ডাকা হয়। যার সভাপতি ছিলেন ব্রাত্য। ওই সভাতেই নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। তার জন্য ব্রাত্যকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো এবং তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করেছেন বোস।

author-image
IE Bangla Web Desk
New Update
Governor CV Ananda Bose recommends Education Minister Bratya Basu's removal from cabinet

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

CV Anand Bose asks to remove Bratya Basu from Cabinet: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিষয়টি সামনে আসতেই হাস্যকর বলে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। জানা গিয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গেরঅ অভিযোগ এনেছেন রাজ্যপাল।

Advertisment

গত ৩০ মার্চ মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভা ডাকা হয়। যার সভাপতি ছিলেন ব্রাত্য। ওই সভাতেই নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল। তার জন্য ব্রাত্যকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরানো এবং তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ করেছেন বোস।

রাজভবনের এই সুপারিশ সম্পর্কে ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, "আমি দেশের রাষ্ট্রপতির কাছে যদি রাজ্যপালকে অপসারণের সুপারিশ করতাম তাহলে সেটা যেমন হাস্যকর হত, এটাও ঠিক তেমনই হাস্যকর। আমি কোনও নির্বাচনী বিধিভঙ্গ করলে তা নির্বাচন কমিশনের নজরে আনার অধিকার রয়েছে কোনও রাজনৈতিক দলের। কিন্তু রাজ্যপাল এমন একটি অভিযোগ তুলে নিজের সাংবিধানিক পদের অপব্যবহার করেছেন এবং নিজের রাজনৈতিক পরিচয়ও প্রকাশ্যে এনে ফেলেছেন।"

আরও পড়ুন Nawsad Siddique: অভিষেকের আসনে প্রার্থী দিল ISF, তৃণমূলের সেনাপতির বিরুদ্ধে লড়ছেন নওশাদ?

তিনি আরও লিখেছেন, "ভারতের সংবিধান অনুযায়ী কোনও রাজ্যের মন্ত্রীর অপসারণ বা নিয়োগের সুপারিশ করতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী। রাজ্যপাল শুধু নিজের রংই দেখালেন না, নিজের সাংবিধানিক সীমাও লঙ্ঘন করলেন।"

Governor West Bengal c v anand bose bratya basu
Advertisment