ক্রিকেট বিশ্বকাপে টিকিটের কালোবাজারি নিয়ে অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর, সেই কারণে তিনি ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট ফেরত পাঠাচ্ছেন। রবিবার ইডেনে হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সেই ম্যাচ দেখার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ওই ম্যাচের চারটি টিকিট পাঠিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। এবারের ক্রিকেট বিশ্বকাপে টিকিটের কালোবাজারি নিয়ে দর্শকদের মধ্যে ক্ষোভ গত কয়েকদিন ধরেই ক্রমশ বাড়ছে।
তার মধ্যেই ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ, সেই ক্ষোভের আগুনে রীতিমতো ধুনো ঢেলে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপালকে রবিবার ম্যাচের চারটি টিকিট পাঠিয়েছিল সিএবি। কিন্তু, রাজ্যের পরিস্থিতি সম্পর্কে প্রায় সবসময় ওয়াকিবহাল থাকা রাজ্যপাল সেই টিকিট ফিরিয়ে দিচ্ছেন বলেই রাজভবন সূত্রে খবর।
ইডেন গার্ডেন আর রাজভবন ঢিল ছোঁড়া দূরত্বে। কিন্তু, ক্ষুব্ধ রাজ্যপাল তারপরও না-যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। টিকিটের কালোবাজারির অভিযোগে ইতিমধ্যেই অবশ্য কলকাতা পুলিশ সক্রিয় হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এমনকী, সিএবির কর্তাদেরও বিষয়টি নিয়ে কথা বলতে ময়দান থানায় ডেকেছেন পুলিশের আধিকারিকরা।
এমনিতে ইডেন গার্ডেন ময়দান থানার মধ্যেই পড়ে। পুলিশের আধিকারিকরা অনেকেই সিএবির থেকে টিকিট পান। আর, তা বিলিও করেন ঘনিষ্ঠদের মধ্যে। কিন্তু, এবার আর, সেই পরিস্থিতি নেই বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। এমনকী, বিভিন্ন থানার আধিকারিকদের ঘনিষ্ঠরাও বেশি দাম দিয়ে টিকিট কিনে খেলা দেখার চেষ্টা করছেন বলেই খবর।
এই পরিস্থিতিতে রাজ্যপাল রবিবারের ম্যাচের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজভবনের লনে বড় স্ক্রিন বসানো হচ্ছে। সেখানে প্রায় ৫০০ জনের ম্যাচ দেখার ব্যবস্থা হচ্ছে। যাকে 'জনতা স্টেডিয়াম' বলা হচ্ছে। রবিবার দুপুর ১২টায় খুলে দেওয়া হবে রাজভবনের দরজা। আগে আসার ভিত্তিতে জনতা স্টেডিয়ামে খেলা দেখার জন্য বসতে দেওয়া হবে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন- গাড়িতে ৪০ লক্ষ! চালকল ব্যবসায়ীর জামিন হলেও টাকা-গাড়ি রইল পুলিশের কাছেই
তবে, ইডেনের টিকিটের চাহিদা এত বেড়ে যাওয়ায় বিস্মিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনের ম্যাচে টিকিটের চাহিদা সম্পর্কে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটের মহারাজ। তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বিশ্বকাপে ভারতের ম্যাচ ইডেনে হবে আর টিকিটের চাহিদা থাকবে না, এমনটা হতে পারে না। ভবিষ্যতেও এমন চাহিদা থাকবে বলেই সৌরভ জানিয়েছেন।