মুখ্যমন্ত্রী বিদেশ সফর সেরে রাজ্যে ফিরতেই ফের চিঠি রাজ্যপালের। পাল্টা সেই চিঠির উত্তরও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে বিষয়টি নিয়ে চর্চা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শনিবারই ১১ দিনের বিদেশ সফর সেরে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী। স্পেনের মাদ্রিদ, বার্সেলোনার পাশাপাশি দুবাইয়ে শিল্পপতিদের সঙ্গে বাংলায় লগ্নি আনার ব্যাপারে বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে বিদেশি শিল্পপতিদের আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কী জানতে চেয়েছেন রাজ্যপাল? কী খবর রাজভবন সূত্রের?
রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তাঁর বিদেশ সফর কেমন হল, সেব্যাপারে জানতে চেয়েছেন। উত্তরে পাল্টা রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও নাকি চিঠির জবাব পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফর ভালো হয়েছে বলেই রাজ্যপালকে লেখা চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনই খবর সূত্রের।
আরও পড়ুন- বাংলায় লগ্নি টানতে কতটা সফল তিনি? বিদেশ থেকে ফিরেই জানালেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, লগ্নির খোঁজে এবং বাংলার ফুটবলের উন্নয়নের লক্ষ্যে বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী বলেছেন, “বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। আমাদের সঙ্গে শিল্পপতি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের কর্ণধাররাও ছিলেন। অনেক বড় বড় চুক্তি হয়েছে। মাদ্রিদ, বার্সেলোনা, দুবাইয়ে আমাদের খুব ভালো মিটিং হয়েছে। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স, ফিকি এরাই পুরো বিষয়টা পরিচালনা করেছে।”