Advertisment

মরিয়া রাজ্যপাল, এবার 'ধর্মযুদ্ধে'র ডাক সিভি আনন্দ বোসের

'নির্বাচন ব্যালটে লড়া উচিত, বুলেটে নয়।'

author-image
IE Bangla Web Desk
New Update
governor cv ananda bose suggested what to do to stop violence in elections of Bengal , মরিয়া রাজ্যপাল, এবার 'ধর্মযুদ্ধে'র ডাক সিভি আনন্দ বোসের

রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

পঞ্চায়েত ভোটে মারাত্মক হিংসার বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাজ্যপাল। ভর্ৎসনা করেছিলেন কমিশনারকে। রাজীব সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পঞ্চায়েত নির্বাচনের দিন সরজমিনে ঘুরে পরিস্থিতি যাচাই করেছেন। দিল্লি থেকে কলকাতা ফিরে গণনার দিনও একই রুটিন ছিল রাজ্যের সাংবিধানিক প্রধানের। তারপরই বাংলার ভোটে রাজনৈতিক সংস্কৃতি বদলে মূল দু'টি বিষয়ের বিরুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দিলেন রাজ্যপাল।

Advertisment

কী বলেছেন রাজ্যপাল?

রাজভবনে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সি ভি আনন্দ বোস। সেখানেই তিনি বলেন, 'গণতন্ত্রে ভোট হল বন্ধুত্বপূর্ণ লড়াই। ভোটকে কেন্দ্র করে হিংসা বা ঘৃণা তৈরি হওয়া ঠিক নয়। এখন আমাদের ভেদাভেদ ভুলে মানুষের জন্য কাজ করতে হবে। নির্বাচন ব্যালটে লড়া উচিত, বুলেটে নয়। সবাইকে সঙ্গে নিয়ে চলার নামই গণতন্ত্র। যে পিছিয়ে পড়বে তাকেও হাত ধরে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা এসঙ্গে সাফল্যের দিকে এগিয়ে যাবই। যেমন মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, আমরা করব জয় নিশ্চয়।'

আরও পড়ুন- LIVE- তড়তড়িয়ে এগোচ্ছে তৃণমূল, খাতা খুলল মিম! কেমন ফল বিরোধীদের?

পাশাপাশি রাজনৈতিক দলগুলিকে রাজ্যপালের পরামর্শ, 'রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাংলার সমস্ত রাজনৈতিক দলের এই মুহূর্তে ২টি লক্ষ্যে কাজ করা উচিত। প্রথমত, দুটি মূল শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে তাদের। সেগুলি হল হিংসা ও দুর্নীতি। আমরা এই নির্বাচন থেকে অনেক কিছু শিখেছি। আমার বিশ্বাস এর পর হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু হবে।'

আরও পড়ুন- পঞ্চায়েতে বিপুল জয়ের পথে তৃণমূল, তবু আক্ষেপ জেলবন্দি পার্থর! কী বললেন?

ভোটে হিংসার বিরুদ্ধে এদিন সকালে রাজ্যপাল বলেছিলেন, 'যারা হিংসা ছড়াচ্ছে এবং কন্ট্রোল রুমে বসে যে রাজনীতিকরা রিমোট চালিয়ে এই হিংসায় উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অল-আউট অ্যাকশন নেওয়া হবে। প্রশাসন কড়া হাতে এই হিংসা প্রতিহত করবে।প্রতিটি সন্ন্যাসীর অতীত রয়েছে, প্রতি পাপীর ভবিষ্যৎ রয়েছে। আজ যারা বাজে কাজ করছেন, ভবিষ্যতে তারাই ভালো কাজ করতে পারেন। আজকের হিংসা ভবিষ্যতের প্রজন্মের জন্য নেতিবাচক। তবে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলাকে নিরাপদ জায়গায় পরিণত করে তুলব।'

Bengal Election cv ananda bose panchayat election 2023 panchayat election result 2023 panchayat election result 2023 live update
Advertisment