Advertisment

এতদিনে ধনকড়ের পথে বোস? মমতার ঢঙেই সারপ্রাইজ ভিজিটে রাজ্যপাল

এবার সারপ্রাইজ ভিজিটে রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
IE Bangla Web Desk
New Update
governor cv annada bose was in surprise visit at calcutta university

রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই রজ্যপালের সারপ্রাইজ ভিজিট।

এবার সারপ্রাইজ ভিজিটে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালে হঠাৎই কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেশ কিছুক্ষণ বিশ্ববিদ্যালয়ে কাটিয়ে ফের ফিরে আসেন তিনি। যদিও এদিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি রাজ্যপাল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন উপাচার্য পৌঁছনোর আগেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন আচার্য।

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে এমন সারপ্রাইজ ভিজিটে বহুবার যেতে দেখা গিয়েছে। কখনও নবান্নে যাওয়ার আগে তিনি ঢুকে পড়েছেন এসএসকেএমে, কখনও আবার হঠাৎ করেই মুখ্যমন্ত্রীর কনভয় গিয়ে থেমেছে এমআর বাঙুরে। এবার সেই একই কায়দায় সারপ্রাইজ ভিজিটে রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন- ডিএ ধর্না দিল্লিতেও, মুখ্যমন্ত্রীকে তুলোধনা করে যন্তর মন্তর কাঁপাচ্ছেন আন্দোলনকারীরা

বিশ্ববিদ্যালয়ের উপার্যদের চিঠি পাঠানো নিয়ে দিন কয়েক ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ তৈরি হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে অনুরোধ করেন সেই চিঠি প্রত্যাহার করে নিতে। যদিও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি রাজ্যপাল। এবার এই আবহেই এবার রাজ্যপালের সারপ্রাইজ ভিজিট নয়া বিতর্কের জন্ম দিল।

আরও পড়ুন- কুড়মিদের অবরোধ উঠল খেমাশুলিতেও, নবান্নের কোন বার্তা টনিকের মতো কাজে দিল?

জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎ করেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তখনও বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হননি উপাচার্য। রাজ্যপাল তার আগেই সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন। তারই কিছুক্ষণের মধ্যে উপাচার্য ঢুকে পড়েন বিশ্ববিদ্যালয়ে। অল্প সময় বিশ্ববিদ্যালয়ে কাটিয়ে ফের নিজের গাড়িতে উঠে পড়েন আচার্য। তবে এদিন তাঁর এই সারপ্রাইজ ভিজিট প্রসঙ্গে রাজ্যপাল মুখ খোলেননি। তবে ওয়াকিবহাল কিন্তু রাজ্যপালের এহেন ভিজিট নিয়ে নয়া ইঙ্গিতের গন্ধ পাচ্ছে।

calcutta university cv ananda bose Jagdeep Dhankhar Mamata Banerjee Bengal Governor
Advertisment