Advertisment

'করোনায় মৃত্যুসংখ্যা হিসেব করার লোক নেই বাংলায়', রাজ্যপালের নিশানায় মমতা

"এর ফলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত অডিট কমিটি কিছু জানায়নি। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকেই এগোচ্ছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

করোনা নিয়েও অব্যাহত কেন্দ্র-রাজ্য তরজা। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পর এবার ত্রুটিযুক্ত কিট পাঠানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা। সাফ জানালেন, "আমরা টেস্ট করিনি বলে মিথ্যে বলছিল, উত্তর কে দেবে? কেন্দ্রের কী পরিকল্পনা তা বোঝা যাচ্ছে না। দরকার ১৪ হাজারের বেশি কিট কিন্তু কেন্দ্র দিয়েছে ২,৫০০ কিট। সময়মতো টেস্ট করতে হবে, রোগীর মৃত্যু হলে কে দোষী?” যদিও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকেই দুষলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

Advertisment

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল বলেন, "রাজ্যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে কতজন মারা যাচ্ছেন সেই পরিসংখ্যান গোনার কেউ নেই সরকারের তরফে। রাজনৈতিক নেতারা এবং নাগরিকদের উদ্বেগ সেই কারণেই বেড়ে চলেছে। এর ফলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত অডিট কমিটি কিছু জানায়নি। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকেই এগোচ্ছে।"

এদিকে বুধবারই সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "সাধ্যমতো কাজ করার চেষ্টা করছি, অথচ বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। র‍্যাপিড টেস্টের কিট তুলে নিয়েছে, এটা কার দোষ? মুখ্যমন্ত্রী আরও বলেন, ”ভাগ্যিস আমাদের স্বাস্থ্য দফতর কিছু বরাত দিয়েছিল, তাই কিছুটা বাঁচোয়া”। এ প্রসঙ্গে এদিন মুখ্যসচিব বলেন, ”আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা করা হচ্ছে। কম পরীক্ষা করা হচ্ছে, এ অভিযোগ ঠিক নয়। গত ২৪ ঘণ্টায় ৮৫৫ করোনা টেস্ট হয়েছে। রাজ্যে মোট পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৭”।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Governor
Advertisment