পুরভোটের আগে ক্রমশ তেতে উঠছে বঙ্গ রাজনীতি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পুরভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা শাহকে তিনি অবগত করেছেন বলে বৈঠক শেষে টুইট করে জানালেন ধনকড়। উল্লেখ্য, রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতের আবহে পুরভোটের আগে শাহ-ধনকড় বৈঠক নয়া মাত্রা পেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
শাহের সঙ্গে বৈঠক শেষে ঠিক কী জানিয়েছেন রাজ্যপাল?
টুইটারে জগদীপ ধনকড় লিখেছেন, ‘‘আধ ঘণ্টারও বেশি সময় ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয়েছে। পশ্চিমবঙ্গে উদ্বেগের কথা ও জটিল পরিস্থিতির কথা আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেছি’’।
আরও পড়ুন: মমতা প্রধানমন্ত্রী হবেন বলে গোপন বোঝাপড়া করছেন, বিস্ফোরক মুকুল
এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বাংলার রাজ্যপাল প্রচারপাল। রোজ টুইট করছেন। এ নিয়ে কিছু বলব না’’।
প্রসঙ্গত, পুরভোট নিয়ে আগেই রাজ্যপালের ‘সক্রিয়তা’ দেখা গিয়েছে। কিছুদিন আগে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ কুমার দাসের সঙ্গে বৈঠক করেন ধনকড়। সেই বৈঠকে নির্বাচনী নিরাপত্তা এবং মানুষের আস্থা ফেরাতে একাধিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান রাজ্যপাল। আসন্ন পুর নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সুষ্ঠভাবে সম্পন্ন করতে নির্দেশও দেন রাজ্যপাল। বৈঠকে জগদীপ ধনকড় কিছুটা কড়া সুরেই জানান যে সাংবিধানিক এবং নিরপেক্ষ সংস্থা হিসাবে রাজ্য নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে হবে। যেখানে ভোটারদের তাঁদের ভোটদানের অধিকার থাকবে। এরপর আইনশৃঙ্খলা ইস্যুতে অমিত শাহের সঙ্গে রাজ্যপালের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন