/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/mamata-dhankar-759.jpg)
মুখ্য়মন্ত্রী ও রাজ্যপাল।
করোনা পরিস্থিতিতে নবান্ন বনাম রাজভবন সংঘাত যেন থামছেই না। রাজ্য়ে করোনা আক্রান্তের পরিসংখ্য়ান নিয়ে এবার মমতা সরকারের দিকে সরাসরি আঙুল তুললেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। কেন্দ্রকে পাঠানো রাজ্য়ের একটি চিঠির ছবি টুইট করে রাজ্য়পালের অভিযোগ, করোনা নিয়ে রাজ্য় সরকার তথ্য় গোপন করছে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্দেশে রাজ্য়পাল লিখেছেন, করোনা সংক্রান্ত তথ্য় গোপন না করে স্বচ্ছভাবে তা প্রকাশ করুন।
উল্লেখ্য়, কেন্দ্রকে পাঠানো রাজ্য়ের স্বাস্থ্য় সচিব বিবেক কুমারের একটি চিঠি সামনে এসেছে। ওই চিঠিতে রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া ৯৩১ বলে উল্লেখ করা হয়। এই চিঠি টুইট করে রাজ্য়পাল লিখেছেন, ''৩০ এপ্রিল স্বাস্থ্য় দফতরের বুলেটিনে জানানো হয়েছে বাংলায় করোনা আক্রান্ত ৫৭২। ১ মে কোনও বুলেটিন প্রকাশ করা হল না। কেন্দ্রকে জানানো হয়েছে ৯৩১ জন আক্রান্ত''।
Give up ‘ Covid-19 data cover up operation’ @MamataOfficial and share it transparently.
Health bulletin 30/4 No of Active Covid cases 572. No health bulletin on May 1 !!
Information to central Government No of cases 931. (1/2) pic.twitter.com/LOUIggYqYa
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2020
Gap between 572 and 931 not reconcilable even if recovered/dead r considered
Coordination lack awful when people r suffering untold miseries
For way forward @MamataOfficial withdraw ‘political parties r vultures in wait of dead bodies’ and take all on board.(2/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 2, 2020
আরও পড়ুন: ‘সত্যান্বেষী’ মমতা, ফাঁস করলেন রেশন দুর্নীতির ‘ভুয়ো’ অভিযোগ
প্রসঙ্গত, শুক্রবার করোনা নিয়ে কোনও মেডিক্য়াল বুলেটিন প্রকাশ করেনি রাজ্য় স্বাস্থ্য় দফতর। ওইদিন রাতের দিকে স্বাস্থ্য় দফতরের সাইট খোলেনি।সাইট ক্লিক করলেই, 'আন্ডার কনস্ট্রাকশন' লেখা দেখা গিয়েছিল।
এদিকে, বাংলায় করোনা আক্রান্ত ও মৃত্যু সংক্রান্ত তথ্য আড়াল করা হচ্ছে বলে বারবার অভিযোগ জানিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা। করোনায় বাংলায় মৃত্যু সম্পর্কে সঠিক তথ্য পেশের জন্য বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির গ্রহণযোগ্য়তা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় দল। এই আবহে কেন্দ্রকে পাঠানো রাজ্য়ের ওই চিঠি সামনে এনে মমতার বিরুদ্ধে যেভাবে তোপ দাগলেন ধনকড়, তাতে এই সংঘাত পর্ব নয়া মোড় নিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন