বকেয়া ডিএ-র দাবিতে এবার নজিরবিহীন হুঁশিয়ারি আন্দোলনরত সরকারি কর্মীদের। ডিএ সংক্রান্ত জটিলতার অবসান না হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনেই তারা কাজ করবেন না বলে সাফ হুঁশিয়ারি দিয়ে রাখলেন। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ইমেল পাঠিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মীরা। এছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেপুটেশনও দিয়েছেন তাঁরা। শীঘ্রই রাজ্যের মুখ্যসচিবকেও তাঁরা এব্যাপারে স্মারকলিপি দেবেন বলে জানিয়েছেন।
বকেয়া ডিএ-র দাবিতে কলকাতার ধর্মতলার শহিদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে একটানা ১৯ দিন ধরে চলছে তাঁদের আন্দোলন। এর ওপর গত শুক্রবার থেকে আন্দোলনকারীদের মধ্যে ৫ জন অনশন শুরু করেছেন। তাঁদের মধ্যেই ২ জন গতরাতে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- ভালোবাসার রং রামধনু, প্রেম দিবসে ট্রান্সজেন্ডার যুগলের প্রেমের গল্প
এদিকে, মঙ্গলবার আন্দোলনকারীরা নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন। দ্রুত সরকার ডিএ সংক্রান্ত জটিলতার ফয়সালা না করলে তাঁরা পঞ্চায়েত ভোটেই অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনে এব্যাপারে ইমেল মারফত নিজেদের বক্তব্য জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয়, মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্যসচিবকেও এব্যাপারে একটি স্বারকলিপি তাঁরা দেবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক ৩৫ শতাংশ (ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী)। রাজ্য সরকার অনৈতিকভাবে সরকারি কর্মীদের ডিএ আটকে রেখেছে বলে দাবি আন্দোলনকারীদের। ডিএ-র দাবিতে ধর্মতলায় শহিদ মিনার চত্বরে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। ডিএ-র দাবিতে সোমবার রাজ্যজুড়ে কর্মবিরতি পর্যন্ত পালন করেছেন সরকারি কর্মীদের একাংশ।