Malda Crime News In Bengali: নাবালক নাতির সামনে ঠাকুমাকে বটি দিয়ে কুপিয়ে বাড়িতে লুটপাট চালাল একদল দুষ্কৃতী।রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার বুলবুল চন্ডির তিন নম্বর কেন্দুয়া গ্রামে। ঘটনায় গুরুতর আহত হয়েছে মহিলা আন্নাবালা মৃধা। পরিবার সূত্রে জানানো হয়েছে রক্তাক্ত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ওই বৃদ্ধাকে।
বাড়ির ছেলে সুব্রত মৃধা ত্রিপুরায় সিআরপিএফ জওয়ান পদে কর্মরত রয়েছেন। বাড়িতে তাঁর স্ত্রী, নাবালক দুই ছেলে এবং বৃদ্ধা শাশুড়ি থাকেন। সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা প্রথমে আন্না বালার শোয়ার ঘরে গিয়ে তান্ডব চালায়। আন্না বালার গলায় বঠি দিয়ে একাধিকবার আঘাত করে নগদ টাকা ও সোনার অলংকার লুট করে। পরে তার বৌমার ঘরে ঢুকেও লুটপাট চালায় দুষ্কৃতীরা।
স্থানীয়দের দাবি, গ্রামে তিনদিন ধরে কীর্তনের আসর চলছে। সেই কারণেই সম্ভবত আক্রান্ত পরিবারের চিৎকারেও টের পাননি গ্রামবাসীরা। দুষ্কৃতীরা পালিয়ে যেতেই হইচই পড়ে গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে বটিটি উদ্ধার করা হয়েছে। গ্রামের মধ্যে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে লুঠের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, রাতে পুলিশি টহলদারি ঢিলেঢালা থাকায় দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত।