Advertisment

সন্ধ্যাবেলা হ্যারিকেন হাতে মমতার পাড়ায় মিছিলের অনুমতি, নির্দেশ বিচারপতি মান্থার

গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা আগামী ১৭ মে এই মিছিল করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
group d deprived job aspirants will hold rally with hurricane at mamata banerjees residence area , সন্ধ্যাবেলা হ্যারিকেন হাতে মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিলেন অনুমতি, নির্দেশ বিচারপতি মান্থার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ডিএ আন্দোলনকারীদের পর এবার মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিল করবে গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। বিচারপতি রাজাশেখর মান্থা সোমবার এই নির্দেশ দিয়েছেন। তবে এই মিছিল দুপুরে নয়, হবে সন্ধ্যাবেলা। আন্দোলনকারীদের হাতে থাকবে হ্যারিকেন।

Advertisment

গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা আগামী ১৭ মে এই মিছিল করবেন।

গত ৬ মে আদালতের অনুমতিতে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে ডিএ-র দাবিতে মিছিল করেন রাজ্য সরকারি কর্মীরা। সেই মিছিল শেষ হতেই মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা লাগু করে দেয় প্রশাসন। এরপর ওই একই রাস্তায় মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। সেই আর্জি এদিন মঞ্জুর করেছে আদালত। আগামী ১৭ মে সন্ধ্যায় শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করবেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন- ‘বেনিয়মের চাকরি’ বাতিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, নির্দেশে ‘ক্ষুব্ধ’ পর্ষদ ফের কোর্টে

বিচারপতি রাজশেখর মান্থা এদিনের রায়ে জানিয়েছেন, ১৭ মে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত মিছিল করতে পারবেন গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপার্থারী। শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট থানার সামনে পর্যন্ত মিছিল হবে। মিছিলের নিরাপত্তা সুনিশ্চিত করবে কলকাতা পুলিশ। আন্দোলনকারীদের শৃঙ্খলা মেনে চলতে হবে। আন্দোলনকারীরা মিছিলে হ্যারিকেন, প্ল্যাকার্ড, পোস্টার রাখতে পারবে।

কেন হ্য়ারিকেন হাতে মিছিল? আন্দোলনকারী গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থীদের দাবি মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও চাকরি মিলছে না। ফলে তাঁদের হাতে হ্যারিকেন অবস্থা। ফলে রাজ্য সরকারের কাছে নিয়োগের দাবিতে এবার হ্যারিকেন নিয়েই মিছিল করবেন অন্দোলনকারীরা।

আরও পড়ুন- আর নিতে পারছেন না ‘বাঘ’ অনুব্রত! তিহাড়ে মেয়েকে দেখেই হাউহাউ করে কাঁদলেন কেষ্ট

Group-D Group-D irregularite Calcutta High Court Mamata Banerjee kolkata
Advertisment