Advertisment

পঞ্চায়েত-হিংসার ভীষণ আঁচে তপ্ত সংসদ! অভিনব প্রতিবাদে তোলপাড় ফেলল বিজেপি

রাজ্যের পঞ্চায়েত ভোটে হিংসার আঁচে এবার তপ্ত সংসদ ভবনও।

author-image
IE Bangla Web Desk
New Update
group of bengal bjp mp shown protest against panchayat poll violence

পঞ্চায়েত ভোট ঘিরে এবার লাগামছাড়া সন্ত্রাস দেখেছে বাংলা।

রাজ্যের পঞ্চায়েত ভোটে হিংসার আঁচে এবার তপ্ত সংসদ ভবনও। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় ঘটে যাওয়া সন্ত্রাস নিয়ে এবার দিল্লিতে সোচ্চার এরাজ্যের বিজেপি সাংসদরা। সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদশে তুমুল বিক্ষোভ গেরুয়া দলের সাংসদদের। বাংলার ভোটে হিংসার দায় শাসকদল তৃণমূলের কাঁধে চাপিয়ে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, এসএস আলুওয়ালিয়ারা সোচ্চার হলেন।

Advertisment
publive-image
সংসদ ভবনের বাইরে প্রতিবাদে সোচ্চার বিজেপি সাংসদরাা।

এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন সন্ত্রাস দেখেছে বাংলা। জেলায়-জেলায ভোট-হিংসার বলি হয়েছেন শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ-সহ অন্য দলের কর্মীরা। ভোটের নামে লুঠতরাজ চলেছে বহু বুথে। শাসকদল তৃণমূলের মদতেই বাংলার ভোটে লাগামছাড়া সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এর আগে গতকাল কলকাতা শহরেও পঞ্চায়েত ভোটে হিংসার প্রতিবাদে মিছিল করেছে রাজ্য বিজেপি।

আরও পড়ুন- ‘কালীঘাটের কাকু’র এ কীর্তি জানলে চোখ কপালে উঠবে! ‘সব জেনে’ ভিরমি খাচ্ছে ইডি!

এবার প্রতিবাদ খাস রাজধানীতে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা এদিন গান্ধীমূর্তির পাদদেশে একত্রিত হয়ে বাংলার তৃণমূল সরকারকে উতখাতের ডাক দিয়েছেন। তৃণমূলের মদতেই পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন সন্ত্রাস চলেছে বলে দাবি করেছেন পদ্ম সাংসদরা।

আরও পড়ুন- কাল তৃণমূলের ‘শহিদ দিবস’, কলকাতায় কোন পথে মিছিল? কোন রাস্তা বন্ধ? কোথায় পার্কিং?

এদিনের এই বিক্ষোভ প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নির্দেশে যেভাবে বিডিও ও থানার আইসিরা ভোট লুঠ করেছেন সেটা মানা যায় না। তৃণমূলের অঙ্গুলিহেলনেই ভোট লুঠ হয়েছে। এখন পর্যন্ত ৫৫ জনেরও বেশি মানুষ মারা গেছেন পশ্চিমবঙ্গে। এই মৃত্যুর জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। ওঁর অঙ্গুলিহেলনেই সমস্ত ঘটনা ঘটেছে। তাই আজ দিল্লিতে বিজেপির সংসাদরা তৃণমূল সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছেন।'

protest Violence delhi West Bengal BJP MP panchayat election 2023
Advertisment