/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/dvc.jpg)
প্রতীকী ছবি।
Weather Update: আপাতত বৃষ্টি (Rain) কমলেও রেহাই নেই বাংলার। রবিবারও দিনভর বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। গভীর নিম্নচাপ বাংলা থেকে দূরে সরতে থাকলেও বৃষ্টির দাপট এখনই কমবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির ফাঁড়া কাটলেও উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে DVC-র ছাড়া জলে নতুন করে তৈরি হয়েছে চূড়ান্ত উদ্বেগ।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে গত কয়েক দিনের চেয়ে বৃষ্টির দাপট কমলেও আকাশ মেঘলা সর্বত্র। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
সোমবার বৃষ্টির দাপট কমলেও আগামী মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের একাধিক জেলায়। ওই দিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতেও।
দুর্যোগের আবহে গোদের উপর বিষফোঁড়ার মতো উদ্বেগ বাড়িয়েছে DVC। শনিবার থেকে জল ছাড়তে শুরু করেছে DVC। ডিভিসি-র ছাড়া জলেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আবহাওয়ার উন্নতি না হলে এবং DVC জল ছাড়তেই থাকলে হাওড়া এবং হুগলি জেলার একটি অংশে প্লাবন পরিস্থিতি তৈরির আশঙ্কা বাড়ছে।