'জিএসটি সংস্কার সকলের মুখে হাসি ফোটাবে', জাতির উদ্দেশ্যে ভাষণে আত্মনির্ভরতার পক্ষে জোরালো সওয়াল প্রধানমন্ত্রীর

আগামীকাল নবরাত্রির প্রথম দিন থেকেই দেশজুড়ে কার্যকর হতে চলেছে জিএসটির নতুন হার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নতুন জিএসটি সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে।

আগামীকাল নবরাত্রির প্রথম দিন থেকেই দেশজুড়ে কার্যকর হতে চলেছে জিএসটির নতুন হার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নতুন জিএসটি সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

আত্মনির্ভরতার পক্ষে জোরালো সওয়াল প্রধানমন্ত্রীর।

'জিএসটি সংস্কার সকলের মুখে হাসি ফোটাবে', জাতির উদ্দেশ্যে ভাষণে আত্মনির্ভরতার পক্ষে জোরালো সওয়াল প্রধানমন্ত্রীর। 

Advertisment

আগামীকাল নবরাত্রির প্রথম দিন থেকেই দেশজুড়ে কার্যকর হতে চলেছে জিএসটির নতুন হার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নতুন জিএসটি সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম  কমবে। আত্মনির্ভরতার পথে দেশ আরও এক ধাপ এগোবে। আগামীকাল থেকে শক্তির উপাসনার সঙ্গে শুরু হবে নতুন কর ব্যবস্থার নয়া অধ্যায়। সুর্যোদয়ের সঙ্গেই কার্যকর হতে চলেছে নতুন জিএসটি হার।  শুরু হতে চলেছে  ‘জিএসটি সাশ্রয় উৎসব’। এর সুফল পাবেন মহিলা থেকে ব্যবসায়ী—সকলেই। প্রতিটি রাজ্য উন্নতির পথে এক ধাপ এগিয়ে যাবে এই সংস্কারের মাধ্যমে"। 

কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, "দীর্ঘ দশক ধরে দেশ নানা রকম করের জালে জর্জরিত ছিল। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পুরনো কর ব্যবস্থা থেকে মানুষকে মুক্তি দেওয়াটাই ছিল সরকারের অগ্রাধিকার। এরজন্য প্রতিটি রাজ্য সরকার, স্টেকহোল্ডাদের সঙ্গে সরকার আলোচনায় বসে। অবশেষে  কার্যকর হয়  জিএসটি ব্যবস্থা, যা ‘ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স’-এর স্বপ্নকে বাস্তবায়িত করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তনের দাবি উঠে আসছিল এবং সেই লক্ষ্যেই আনা হয়েছে জিএসটি ২.০ সংস্কার। নতুন ব্যবস্থায় কেবল দুটি হারে কর আরোপ হবে—৫% এবং ১৮%। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, শিশুদের পণ্য, স্বাস্থ্য ও জীবন বিমা করমুক্ত রাখা হয়েছে"।

Advertisment

এদিন সরকারের সাফল্যকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, " গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা সম্ভব হয়েছে, এবং আয়করের ক্ষেত্রেও মধ্যবিত্তদের স্বস্তি দেওয়া হয়েছে। নতুন জিএসটি হার কার্যকর হলে গরিব ও মধ্যবিত্তদের স্বপ্ন আরও সহজে পূরণ হবে। ভ্রমণ সহ একাধিক খরচ আগের তুলনায় সস্তা হয়ে যাবে বলে উল্লেখ করেন মোদী।

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতার পথে এগোতে হবে।” তাঁর বক্তব্য, দেশীয় পণ্যই বিশ্ববাজারে ভারতের আলাদা পরিচিতি গড়ে তুলতে পারে। তাই  বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে মানুষকে দেশীয় পণ্য কেনায় উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন তিনি। 

GST modi