Advertisment

GTA Teacher Recruitment Case: এবার পার্থর বিরুদ্ধে FIR রাজ্য সরকারেরই! আরও এক নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস

Recruitment Scam in GTA School: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল খোদ রাজ্য সরকারের শিক্ষা দফতরই। জিটিএ শিক্ষক নিয়োগ মামলায় এফআইআর করল রাজ্য সরকার। এই এফআইআরে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। বুধবার স্কুল শিক্ষা দফতরের তরফে বিধাননগর উত্তর থানায় জিটিএ-র স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Partha Chatterjee, GTA Teacher Recruitment Case

নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের আরও সম্পত্তি বাজেয়াপ্ত

Recruitment Scam in GTA School: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল খোদ রাজ্য সরকারের শিক্ষা দফতরই। জিটিএ শিক্ষক নিয়োগ মামলায় এফআইআর করল রাজ্য সরকার। এই এফআইআরে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। বুধবার স্কুল শিক্ষা দফতরের তরফে বিধাননগর উত্তর থানায় জিটিএ-র স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে খবর, পার্থ ছাড়াও এফআইআরে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জিটিএ নেতা বিনয় তামাং, স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার-সহ সাত থেকে আট জনের নাম রয়েছে। প্রান্তিক চক্রবর্তী, বুবাই বোস, দেবলীনা দাসের মতো শাসকদল ঘনিষ্ঠদের নামও ওই এফআইআরে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, এই নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁর কাছে এক সরকারি আধিকারিক চিঠি দিয়েছেন। তার ভিত্তিতেই প্রাথমিক তদন্ত করে সিবিআই আগামী ২৫ এপ্রিল রিপোর্ট জমা দেবে। একইদিনে জিটিএ-কেও রিপোর্ট দিতে হবে।

আরও পড়ুন Bonus Discrimination: পুজো-ঈদে পুলিশের বোনাসে বিরাট ‘বৈষম্য’! মমতা সরকারের বিরুদ্ধে তুলকালাম অভিযোগ শুভেন্দুর

এক সরকারি আধিকারিক সরাসরি হাই কোর্টের বিচারপতি বসুকে চিঠি পাঠিয়ে জিটিএ-র আওতাধীন এলাকায় বিভিন্ন স্কুলে বেআইনি নিয়োগের কথা জানিয়েছিলেন। তার ভিত্তিতেই এই মামলা। শিক্ষা দফতরের এক কর্তাও বিধাননগর পুলিশের কাছে অভিযোগ জানান। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। যার জেরে মঙ্গলবার পুলিশকে ভর্ৎসনা করে আদালত।

প্রসঙ্গত, ২০২২ সালেই জিটিএ-র অধীনে বিভিন্ন স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। অভিযোগ, জিটিএ-র সিইও থাকাকালীন বিনয় তামাং এবং অনীত থাপা জিটিএ-র প্রশাসনিক বোর্ডের অধীনে বেআইনি ভাবে ৫০০ জন শিক্ষক নিয়োগ করেছিলেন। সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ‘গোর্খা আনএমপ্লয়েড প্রাইমারি ট্রেনড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।

Calcutta High Court partha chatterjee West Bengal Recruitment Scam
Advertisment