Advertisment

টেট-র গাইডলাইন প্রকাশ পর্ষদের, সঙ্গে সিলেবাস ও মডেল প্রশ্ন-ও

পর্ষদের তরফে পরীক্ষার মডেল প্রশ্নপত্র, নিয়মাবলি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা, সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য সমৃদ্ধ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
guideline for primary tet exams west bengal

একগুচ্ছ ঘোষণা পর্ষদের।

আগামী ১১ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট পরীক্ষা। তার আগে বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে পরীক্ষার মডেল প্রশ্নপত্র, নিয়মাবলি, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা, সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য সমৃদ্ধ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

Advertisment

নির্দেশিকায় উল্লেখ-

  • ১১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত টেট পরীক্ষা হবে। অর্থাৎ মোট আড়াই ঘণ্টার পরীক্ষা।
  • পরীক্ষা হবে মোট ১৫০ নম্বরের। পাশ করার জন্য পেতে হবে অন্তত ৬০ শতাংশ অর্থাৎ ৯০ নম্বর।
  • এমসিকিউ প্রশ্নের ভিত্তিতে হবে হবে গোটা পরীক্ষাটি। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে চারটি করে বিকল্প উত্তর। তার মধ্যে থেকে বেছে নিতে হবে সঠিক উত্তরটি।
  • পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই।
  • বাংলা এবং ইংরেজি- পরীক্ষা হবে দু’টি ভাষায়।
  • পাঁচটি বিষয়ের উপর ১৫০টি প্রশ্ন থাকবে। তার মধ্যে ৩০টি প্রশ্ন শিশু বিকাশ ও শিক্ষাবিদ্যা থেকে করা হবে।
    বাকি ১২০ নম্বর ভাগ করা হয়েছে- প্রথম ভাষা (বাংলা/হিন্দি/ওড়িয়া/তেলেগু/নেপালি/সাঁওতালি/উর্দু)- ৩০দ্বিতীয় ভাষা (ইংরেজি)-৩০অঙ্ক- ৩০পরিবেশবিদ্যা- ৩০

প্রশ্নপত্রের ধরন এবং মান কীরকম হবে?

  • প্রথম ভাষার ক্ষেত্রে নির্বাচিত ভাষা মাধ্যমে পরীক্ষার্থীর দক্ষতা কতটা তা যাচাইয়ের দিকে নজর দিয়ে প্রশ্ন করা হবে। প্রতিটি বিষয়ের বিস্তারিত পাঠ্যক্রমও দেওয়া হয়েছে।

প্রার্থী কতবার টেট দিতে সক্ষম?

  • সব ক্যাটাগরির ক্ষেত্রেই টেট সার্টিফিকেটের মেয়াদ সারাজীবন থাকবে।
  • টেট সার্টিফিকেটের জন্য একজন প্রার্থী যতবার ইচ্ছে ততবার টেটে অংশগ্রহণ করতে পারবেন। 
  • নিজের স্কোর আরও ভাল করার লক্ষ্যে ২০২২ সালের টেট উত্তীর্ণ কোনও প্রার্থী চাইলে ভবিষ্যতে আবার টেটে অংশগ্রহণ করতে পারবেন।
  • তবে, টেট উত্তীর্ণ হওয়া মানেই চাকরির অধিকার অর্জন করা নয়।

আরও নির্দেশিকা-

  • কোনও পরীক্ষার্থীকে বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। 
TET West Bengal Primary TET WB TET
Advertisment