আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করেই শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামতে শুরু করেছিল। শনিবার রাতেও বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। রবিবার সকালে শহর কলকাতার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিতে ভিজেছে মাটি। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার দিনভর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এক সপ্তাহের তীব্র দাবদাহে জ্বলে পুড়ে খাক হচ্ছিল বাংলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আপাতত সেই পালা চুকেছে। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তারই জেরে ঝড়-বৃষ্টি। এই পর্বে আগামী মঙ্গলবার পর্যন্ত শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
আরও পড়ুন- পুরনো ক্ষত শুকোতে মরিয়া চেষ্টা, রাশ নিয়ন্ত্রণে ভিত স্থাপনের উদ্যোগ অভিষেকের
স্বস্তি দিয়ে আবহায়া দফতর আরও জানিয়েছে, এখনই নতুন করে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশ কম। বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। রবিবার কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পঙে শিলবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর অসহ্য গরমে রাজ্যের একটা বড় অংশে যে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল তা থেকে এবার মুক্তি মিলেছে।