রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার আরও চরমে! একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে চলেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। যাদবপুর, কল্যাণী সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হতে পারে বলে জানা গিয়েছে। যার জেরে টুইট বার্তায় কড়া হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
জানা গিয়েছে, বুধবার ১০ জন উপাচার্যকে ডেকে বৈঠক করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁদেরকে জিজ্ঞেস করা হয়, তাঁদের যদি নতুন কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাঁরা কি করতে পারবেন। রাজভবনে সেই বৈঠক ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বুধবারের বৈঠকের পরই এদিন জানা যায় রাজ্যপাল কল্যাণী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ ১০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার টুইট করে জানিয়েছেন, "সংবাদমাধ্যম তেকে জানতে পারলাম সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে মাননীয় রাজ্যপাল আজ আবার ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছেন। এই নিযুক্তি দফতরের সঙ্গে কোনও আলোচনা ব্যাতিরেকে করা হল, যা বর্তমানে উপাচার্য নিয়োগের যে নিয়ম আছে তার সম্পূর্ণ পরিপন্থী এবং বেআইনি।"
ব্রাত্য আরও লিখেছেন, "এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নিচ্ছি ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে। বেআইনি ভাবে নবনিযুক্ত মাননীয় উপাচার্যদের সকলকে উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সসম্মান অনুরোধ থাকবে যে, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন।"
আরও পড়ুন স্নাতকের পাস-স্নাতকোত্তর বিভ্রান্তি কাটল, ৪ বছরের ডিগ্রি কোর্স নিয়ে কী সাফাই মমতার?
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যে সার্চ কমিটি রয়েছে। সেই কমিটিতে রয়েছেন যেমন রাজ্যপালের প্রতিনিধি, তেমনই আছেন রাজ্য সরকারের প্রতিনিধি। সেই কমিটির সুপারিশেই উপাচার্য নিয়োগ হয়ে থাকে। কিন্তু অভিযোগ, এই ১০ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরকার বা উচ্চশিক্ষা দফতরের কোনও পরামর্শ নেওয়া হয়নি।