কয়লাপাচারকাণ্ডের তদন্তে এবার আইপিএস জ্ঞানবন্ত সিং-কে তলব করল সিবিআই। আগামী ৪ঠা মে অর্থাৎ মঙ্গলবার নিজাম প্যালেসে এই আইপিএস অফিসারকে হাজিরা দিতে বলে হয়েছে।
বর্তমানে রাজ্যের সিকিউরিটি ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন জ্ঞানবন্ত সিং। রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়ে জ্ঞানবন্তকে তলব করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে। আসানসোল-দুর্গাপুর অঞ্চলে কয়লাপাচারের ঘটনার সময় জ্ঞানবন্ত সিং আইজি পশ্চিমাঞ্চল পদে কর্মরত ছিলেন।
ভোট ঘোষণার আগে থেকে কয়লা ও গরু পাচারকাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। বাংলা ও ভিন রাজ্যেও চলছে তল্লাশি। ইতিমধ্যেই কয়লাপাচারকাণ্ডের তদন্তে বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দিল্লির বসন্ত বিহার থেকে ইডি গ্রেফতার করেছে তৃণমূল যুব নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে। তাকে কয়েক দফা জেরা করেছে সিবিআইও। বিনয়ও এই মামলায় অন্যতম অভিযুক্ত
সিবিআই গোয়েন্দাদের দাবি, কয়লা খাদান থেকে সিন্ডিকেটের মাধ্যমে কয়লা এ রাজ্য থেকে ভিন্রাজ্যে পৌঁছে দিত লালার অনুগামীরা। কয়লাপাচার মামলায় ইসিএল, রেল এবং নিরাপত্তা সংস্থা সিআইএসএফ-এর একাংশের কর্মীদের নাম জড়িয়েছে। সাক্ষীদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আইপিএস জ্ঞানবন্ত সিং-য়ের নাম।
কয়লা পাচারকারীদের টাকা কোনওভাবে জ্ঞানবন্ত সিংয়ের কাছে পৌঁছেছিল কিনা, তা স্পষ্ট করতেই রাজ্যের সিকিউরিটি জিরেক্টরকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন