Advertisment

এবার সিবিআই নজরে হৈমন্তী, হরিদেবপুরের ফ্ল্যাট-হাওড়ার বাড়িতে হানা

নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম নাম গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী হৈমন্তী।

author-image
IE Bangla Web Desk
New Update
Haimanti

হৈমন্তী গাঙ্গুলি

নববর্ষের দিনই ম্যারাথন অভিযানে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো একের পর এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার বিকেলের মুখে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম নাম গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কলকাতার হরিদেবপুরের ফ্ল্যাটে পৌঁছে যায় সিবিআইয়ের একটি দল। তার আগে এগিন সকালে কেন্দ্রীয় গোয়েন্দারা পূর্ব মেদিনীপুরে গোপাল দলপতির বাড়িতেও গিয়েছিলেন।

Advertisment

আরও পড়ুন- আড়াল ভাঙলেন কুন্তলের ‘রহস্যময়ী’, দুর্নীতি নিয়ে হৈমন্তীর বড় দাবি

নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের অপসারিত যুব নেতা কুন্তল ঘোষ। তাঁর মুখেই প্রথম হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের শোনা গিয়েছিল। কুন্তল দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে জড়িত গোপাল ও তাঁর স্ত্রী হৈমন্তী। তবে, দিল্লি থেকে গোপাল দলপতি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছিলেন যে, হৈমন্তীর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বিচ্ছেদ প্রক্রিয়া চলছে। তবে সে কোনওভাবেই নিয়োগ দুর্নীতিতে জড়িত নন। পুরোটাই মিথ্যে কথা বলছেন কুন্তল ঘোষ।

আরও পড়ুন- মদন থেকে রাজীব, প্রাক্তন মন্ত্রীদের সঙ্গেও দিব্যি ওঠাবসা ছিল হৈমন্তীর!

দুর্নীতি মামলায় হৈমন্তীর নাম উঠলেও তাঁকে এর আগে সমন পাঠাননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু আচমকাই এদিন হরিদেবপুরের ফ্ল্যাটে হানা দেয় তদন্তকারীরা।এই ফ্ল্যাটের সামনে থেকেই এসএসসি-র নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি মিলেছিল বলে সূত্রের খবর।

আরও পড়ুন- অবশেষে খোঁজ গোপাল দলপতির, হৈমন্তী-কুন্তলকে নিয়ে তোলপাড় ফেলা দাবি

এদিরে এদিন সকালেই পূর্ব মেদিনীপুরের খেজুরির ভগবানপুরে গোপাল দলপতির পৈত্রিক বাড়িতে গিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। তখন বাড়িতে ছিলেন গোপালের মা। সেখানে প্রায় দেড় ঘ্টার বেশি সময় ছিল সিবিআই। সূত্রের খবর, গোপাল দলপতির মাকে কেন্দ্রীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন।

WB SSC Scam cbi Haimanti Ganguly Gopal Dalapati
Advertisment