'লাস্যময়ী' হৈমন্তী কী 'সেফ সেল্টারে'? নতুন কী তথ্য পেল CBI?

বঙ্গে নিয়োগ দুর্নীতিতে এখন এই তরুণীর নাম নিয়ে চর্চার শেষ নেই।

বঙ্গে নিয়োগ দুর্নীতিতে এখন এই তরুণীর নাম নিয়ে চর্চার শেষ নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Haimanti Ganguly who known for recruitment scam is not found

খোঁজ নেই হৈমন্তী গাঙ্গুলীর।

হৈমন্তী গঙ্গোপাধ্যায়, বঙ্গে নিয়োগ দুর্নীতিতে এখন এই তরুণীর নাম নিয়ে চর্চার শেষ নেই। সময় যত এগোচ্ছে এই হৈমন্তীর সঙ্গে রাজ্যের তাবড় নেতা-মন্ত্রীদের ছবি-যোগাযোগ তত্ত্ব সামনে আসছে। চাকরি বিক্রিতে অন্যতম অভিযুক্ত গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী হৈমন্তী এখন কোথায়? রাজ্যেই কোথাও আছেন, নাকি সুযোগ বুঝে পগার পার? এব্যাপারে স্পষ্ট তথ্য নেই সিবিআই বা ইডির কাছেও।

Advertisment

হৈমন্তী গঙ্গোপাধ্যয় কোথায়? কুন্তল ঘোষ এই নাম প্রকাশ্যে আনার পর থেকেই 'লাস্যময়ী' এই নারীর খোঁজ চলছে। হৈমন্তীর নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে। সুন্দরী এই তরুণীকে নিয়ে চর্চার অন্ত নেই। তবে তিনি আছেন আড়ালেই। শুক্রবারই একাধিক সংবাদমাধ্যমের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল হৈমন্তীদের হাওড়ার বাড়িতে।

আরও পড়ুন- মার্চেই আবহাওয়ায় বিরাট বদল! আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

Advertisment

এক-দু'বার সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর থেকেই তাঁর বাড়ির সদস্যদেরও খোঁজ নেই। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ রয়েছে। তাঁরা কোথায় গিয়েছেন, সেব্যাপারে প্রতিবেশীদের কাছেও স্পষ্ট উত্তর নেই। তবে সূত্রের খবর, হৈমন্তীর খোঁজে তলে-তলে সন্ধান চালিয়ে যাচ্ছে সিবিআই।

আরও পড়ুন- উপ-নির্বাচনের মুখে সাগরদিঘির ওসি-কে সরাল কমিশন

একাধিক সোর্সের মাধ্যমে এব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। হৈমন্তীর ফোনের লোকেশন ট্র্যাক করারও চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে টলিউডে কাজ করা এই হৈমন্তীর নাম নিয়োগ দুর্নীতিতে জড়ানোর পর থেকে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। এদিকে হৈমন্তী ও অন্যদিকে তাঁর গোটা পরিবারকে নিয়েও রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে।

cbi West Bengal WB SSC Scam Haimanti Ganguly