scorecardresearch

মদন থেকে রাজীব, প্রাক্তন মন্ত্রীদের সঙ্গেও দিব্যি ওঠাবসা ছিল হৈমন্তীর!

‘যেমন উত্তমকুমারের ছবি স্টুডিয়োয় ঝোলানো থাকে। তেমনই আমার সঙ্গে ছবি তুললেই তা ভাইরাল হয়।’

haimanti gangulys picture with madan mitra and rajib banerjee viral ssc sacm, মদন থেকে রাজীব, প্রাক্তন মন্ত্রীদের সঙ্গেও দিব্যি ওঠাবসা ছিল হৈমন্তীর!
মদন মিত্র ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হৈমন্তীর ছবি।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে উঠেছে গোপাল দলপতির প্রাক্তন স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। শুক্রবার সকাল থেকে হৈমন্তীকে নিয়ে তোলপাড় কাণ্ড। এরমধ্যেই ভাইরাল রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রীর সঙ্গে হৈমন্তীর ছবি। অর্থাৎ শাসক দলের বিধায়ক, নেতাদের সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ‘রহস্যময়ী’র ভাল যোগাযোগ তা স্পষ্ট।

আরও পড়ুন- ‘নিকুচি করেছে মেয়ে’, নাম শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন কুন্তলের ‘রহস্যময়ী’ হৈমন্তীর মা!

হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি রয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রর। দু’জনকেই হাসি মুখে দেখা যাচ্ছে। হৈমন্তীর ফেসবুক গ্যালারিতে এই ছবি রয়েছে। এছাড়া, রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও হৈমন্তীকে দেখা যাচ্ছে। ওই ছবিতে কনের বেশেও একজনকে দেখা যাচ্ছে। সম্ভবত রাজীববাবুর মেয়ের বিয়েতে আমন্ত্রিত ছিলেন নিয়োগ দুর্নীতি মামলার ‘রহস্যময়ী’।

আরও পড়ুন- চাকরি-বিক্রিতেও গ্ল্যামার-যোগ, দেখুন লাস্যময়ী হৈমন্তীর নানা মুহূর্তের নজরকাড়া ছবি

হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে কীভাবে চেনেন মদন মিত্র? ওই ছবি তা স্বীকার করেও তৃণমূল বিধায়কের দাবি, তিনি মডেল ও সিনেমায় অভিনয় করা নায়িকা হৈমন্তীকে চেনেন না। এমনকী কুন্তল ঘোষ বা গোপাল দলপতির সঙ্গেও তাঁর পরিচয় নেই। এরপরই বিস্ফোরক দাবি করেন মদন। বলেন, ‘ছবিটা যে আমার তা পরিষ্কার। আমি কলেজ জীবন থেকেই দেখেছি আমার ছবি বেরোলে এমনিই ভাইরাল হয়। যেমন উত্তমকুমারের ছবি স্টুডিয়োয় ঝোলানো থাকে। তেমনই আমার সঙ্গে ছবি তুললেই তা ভাইরাল হয়। মেয়েদের একটু ফর্সা দেখতে হলেই আমার সকলকে একই রকম লাগে। আলাদা করে বুঝতে পারি না। তার পর ভুলে যাই কোথায় দেখেছি, কবে দেখেছি।’

ছবি নিয়ে কী দাবি রাজীব বন্দ্যোপাধ্যায়ের? এ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রাজীববাবু বলেন, ‘আমি এই মেয়েটিকে চিনি না। কোথা থেকে কে নিয়ে এল জানি না। যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেখানে বাংলার বহু নেতা-মন্ত্রী, সেলিব্রিটিরা এসেছিল। এখন অনেকেই বলেন একসঙ্গে ছবি তোলার জন্য। আমিও সেটা তুলেছি। এরপর কে কী করেছে তা জানি না।’

আরও পড়ুন- অর্পিতা-হৈমন্তীদের মতো ‘অনামি নায়িকা’রাই কালো টাকা রাখার ‘সেফ লকার’?

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Haimanti gangulys picture with madan mitra and rajib banerjee viral ssc sacm