Advertisment

বেনজির ক্ষমাভিক্ষা আরাবুল-পুত্রের! সুযোগ বুঝেই ফোঁস নৌশাদের

তাহলে কী ভাঙড় নিয়ে আশনি সঙ্কেত পাচ্ছে তৃণমূল?

author-image
IE Bangla Web Desk
New Update
hakimul islam son of tmc leader arabul islam apologizes for bhangar clash , বেনজির ক্ষমাভিক্ষা আরাবুল-পুত্রের! সুযোগ বুঝেই ফোঁস নৌশাদের

হাকিমল ইসলাম, নৌশাদ সিদ্দিকি

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে মারাত্মক হিংসা ছড়িয়েছিল ভাঙড়ে। সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল ও আইএসএফ। মুড়িমুড়কির মতো বোমা পড়েছে, চলেছে গুলি। দু'দলের কর্মীদের প্রাণ ঝড়েছে। এখনও ভাঙড়বাসীর সেসব স্মৃতি দগদগে। তবে বর্তমানে অনেকটাই শান্ত ভাঙড়। চলছে প্রচার। এসবের মধ্যেই ভরা প্রচার সভায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন তৃণমূলের 'তাজা' নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল!

Advertisment

কী বলেছেন হাকিমুল?

প্রচার সভায় হাকিমুল ইসলাম বলেছেন, 'অন্যায় অশান্তি যদি কেউ করে থাকেন, দলের কর্মীরা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও অশান্তি করেননি। ওদের কোনও ভুল নেই। দলের কর্মীদের ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের ক্ষমা করে দিন। ঋণ হিসেবে ভোট দিয়ে পরের পাঁচবছরের জন্য নির্বাচিত করুন। আমরা যদি নিজেদের প্রমাণ করতে না পারি তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন।'

কেন হঠাৎ ক্ষমা প্রার্থনা?

ছেলের ক্ষমাভিক্ষার কারণ ব্যাখ্যা করেছেন খোদ আরাবুল ইসলাম। তাঁর দাবি, 'দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে দুর্নীতির দাগ নেই। তবে পঞ্চায়েতের অনেক সদস্য রয়েছেন যাঁরা বহু বছর ধরে জিতছেন। তাঁদের বেশ কয়েকজনের নামে নানা অভিযোগ পাওয়া গিয়েছে। কিন্তু সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। দলের সঙ্গে সেসবের যোগ নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন মানুষ ভুল না বোঝেন। তাই ভোট চাইতে গিয়ে দলের লোকেরা মানুষের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে।'

পাল্টা কী বললেন নৌশাদ সিদ্দিকি?

হাকিমুলের ক্ষমাভিক্ষার নেপথ্যে রয়েছে তৃণমূলের ভাঙড়ে জনসমর্থন হারানো। নৌশাদের কথায়, 'ওনারা বুঝে গিয়েছেন (ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব), পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাই এসব বলছেন।'

panchayat election 2023 Bhangar arabul islam naushad siddiqui
Advertisment