Advertisment

শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ নেতা গ্রেফতার, দুর্নীতির মামলায় জালে পুরল পুলিশ

দুর্নীতির মামলায় ফের গ্রেফতারি রাজ্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
Alleged death of youth after being hit by Shuvendu's convoy car

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে গ্রেফতার করল পুলিশ। হলদিয়ার সুতাহাটায় অটো ও ট্রেকার স্ট্যান্ড নিয়ে দুর্নীতির একটি মামলায় শ্যামল আদককে পুলিশ গ্রেফতার করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এর আগে এই একই মামলায় হলদিয়া পুরসভার এক কাউন্সিলরকে গ্রেফতার করেছিল পুলিশ।

Advertisment

এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদককে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে সুতাহাটা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, হলদিয়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন শ্যামল আদকের বিরু্দ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তৃণমূল ছেড়ে শ্যামল আদক বিজেপিতে যোগ দিয়েছিলেন।

তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হয়েছিল। যদিও একটি মামলায় আদালতের রক্ষাকবচ রয়েছে তাঁর। তবে শনিবার তাঁকে অন্য একটি মামলায় পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। হলদিয়ার সুতাহাটায় অটো-ট্রেকার স্ট্যান্ড নিয়ে দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শ্যামল আদককে আজই হলদিয়া আদালতে তোলা হতে পারে।

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে বাংলা যেন বারুদের স্তূপ! এবার ধানজমিতে মিলল কাঁড়ি-কাঁড়ি বোমা

যদিও এখনও পর্যন্ত ঘনিষ্ঠ এই নেতার গ্রেফতারির পর মুখ খোলেননি শুভেন্দু অধিকারী। বিজেপির তরফেও এই গ্রেফতারি নিয়ে এখনও কোনও নেতা প্রতিক্রিয়া দেননি। তবে স্বাভাবিকভাবেই শ্যামল আদকের মতো নেতা গ্রেফতার হওওয়ার পর শিল্পাঞ্চলের রাজনীতিতে জোর চর্চা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও রাজ্যের বিভিন্ন থানায় একের পর এক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- ৫ বছর পর আজ প্রাথমিকের টেট, কঠিন পরীক্ষায় রাজ্যও, নজিরবিহীন সুরক্ষার বন্দোবস্ত

শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় নানা ঘটনাকে কেন্দ্র করে একের পর এক মামলা দায়ের করেছে পুলিশ। যদিও দিন কয়েক আগেই বিরোধী দলনেতার বিরু্দ্ধে এখনও পর্যন্ত দায়ের হওয়া সব এফআইআর-এর উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

West Bengal Suvendu Adhikari Haldia East Midnapore Arrested
Advertisment