/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/crime-759.jpg)
প্রতীকী ছবি।
হলদিয়ায় দুই মহিলাকে পুড়িয়ে মারার ঘটনায় বিস্ফোরক অভিযোগ করলেন দিলীপ ঘোষ। এ ঘটনায় ধৃত ব্যক্তি ‘শুভেন্দু অধিকারীর ডান হাত’, এমন চাঞ্চল্যকর দাবিই করেছেন রাজ্য বিজেপি সভাপতি। উল্লেখ্য, হলদিয়ার ঝিকুরখালিতে মা ও মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধৃত ২ জন। তাদের মধ্যে একজন তৃণমূলের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন দিলীপ।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘কিছু এমন ঘটনার খবর এসেছে, তা শুনলে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা আছে কিনা, সে ব্যাপারে সন্দেহ হয়। মনখারাপ হয়ে যায়, মনের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়। মহিলাদের উপর অত্যাচার লাগাতার চলছে। হলদিয়ায় মা ও মেয়েকে যেভাবে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা নজিরবিহীন। শিউরে উঠেছে সকলে এ ঘটনা জেনে। যে করেছে এ কাজ, সে তৃণমূলের অনন্য ভক্ত। তৃণমূলের ভোট লুঠ করতে গিয়ে ধরা পড়েছিল। আমাদের মন্ত্রী শুভেন্দু অধিকারীর ডান হাত। জানি না, তৃণমূল এদেরকে সম্পদ বলে মনে করে কিনা’’।
src="https://www.youtube.com/embed/lUmQRVjzvnw" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
প্রসঙ্গত, হলদিয়ার ঝিকুরখালিতে মা ও মেয়েকে পুড়িয়ে মারার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
হলদিয়ায় মা-মেয়েকে ‘পুড়িয়ে হত্যা’, ধৃত ‘শুভেন্দুর ডান হাত’! pic.twitter.com/nX0Q2ymgMR
— indianexpress bangla (@iebengali) February 25, 2020
(ভিডিও-সঞ্জীব দুবে)
পুলিশি জেরায় ধৃত একজন অপরাধের কথা স্বীকার করেছে। নিহতরা নিউ ব্যারাকপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে,পড়তে থাকুন