লক্ষ্মীর গ্রাম নামে পরিচিত হলদিয়ার সুতাহাটার চাউলখোলা, শিবরামনগর এলাকা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও এই দুই গ্রামের মানুষের কাছে লক্ষ্মী পুজোই সেরার সেরা। এই পুজোর জন্য বছরভর অপেক্ষা করে থাকেন এলাকার মানুষজন। এতল্লাটের বাসিন্দারা দুর্গাপুজোয় নয়, নতুন জামাকাপড় কেনেন লক্ষ্মীপুজোয়।
Advertisment
আজ শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো। মহোৎসবের সূচনায় মেতে উঠেছেন এলাকার মানুষ। উৎসব চলবে আগামী পাঁচ দিন ধরে। এই গ্রাম লক্ষ্মীর গ্রাম নামে পরিচিত। গত প্রায় ১০০ বছর ধরে এই গ্রামে ২০ থেকে ২৫টি লক্ষ্মী পুজো বিশাল আয়োজনে হয়ে চলেছে। গত কয়েক বছরে লক্ষ্মীপুজোয় থিমের মণ্ডপ নজড় কেড়েছে।
চন্দ্রযান ৩ -এর আদলে মণ্ডপসজ্জা নজর কেড়েছে।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও এখানকার মানুষের কাছে শ্রেষ্ঠ উৎসব লক্ষ্মী পুজো। শিল্প শহর হলদিয়া লাগোয়া এই এলাকার পুজো দেখতে পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি ভিন জেলার বহু মানুষ ভিড় জমান। দুর্গা পুজোয় যেমন লক্ষ লক্ষ টাকা খরচ করে থিমের প্রতিমা ও মণ্ডপ তৈরি করে বিভিন্ন পুজো কমিটি, ঠিক তেমনই এখানেও থিমের লক্ষ্মী প্রতিমা ও মণ্ডপ তৈরি করা হয়। লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে আনন্দোৎসবে মেতে ওঠেন এখানকার মানুষজন।
ধনদেবী লক্ষ্মী এতল্লাটে ধর্মের ভেদাভেদ ভুলিয়ে দেন। বহু মুসলিম সম্প্রদায়ের মানুষজনও এই পুজোয় যুক্ত থাকেন। এখানকার মানুষজন যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁরা লক্ষ্মীপুজোয় বাড়ি ফেরেন। সব মিলিয়ে দিন যত এগোচ্ছে হলদিয়ার সুতাহাটার চাউলখোলা, শিবরামনগর এলাকায় লক্ষ্মীপুজোর বহরও ততই বাড়ছে।