এবার খোদ আদালতের মালখানায় সেনাবাহিনীর ব্যবহার করা হ্যান্ড গ্রেনেড উদ্ধার। কোচবিহার আদালতের এই ঘটনাকে কেন্দ্র করে হইচই কাণ্ড পড়ে যায়। মালখানায় বাজেয়াপ্ত করা গাঁজার প্যাকেটের ভিতরে ছিল কেন্দ্রীয় সংস্থার কারখানায় তৈরি করা এই হ্যান্ড গ্রেনেড। সেনার বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা সেই হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছেন।
খাস আদালতের মালখানাতেই মিলল হ্যান্ড গ্রেনেড। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোচবিহার আদালতে। মালখানায় থাকা বাজেয়াপ্ত হওয়া গাঁজার প্যাকেটের ভিতরে মিলেছে এই হ্যান্ড গ্রেনেড। এদিন এই গ্রেনেডটি দেখার পরেই খবর দেওয়া হয় রাজ্য পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।
আরও পড়ুন- চাঁদা চেয়ে ভয়ঙ্কর জুলুম! রিসর্টে চড়াও তৃণমূল নেতার ‘বাহুবলী’ ভাই, তারপর?
দ্রুত ঘটনাস্থলে এসে গ্রেনেডটি পরীক্ষা করে দেখেন বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা। তবে এই ধরনের গ্রেনেড নিষ্ক্রিয় করার মতো দক্ষতা বা প্রযুক্তি রাজ্য পুলিশের বম্ব স্কোয়াডের কাছে নেই বলে জানা যায়।
আরও পড়ুন- ফের মতি বদল আবহাওয়ার! হালকা শীত গায়ে মেখেই কাটবে ভ্যালেন্টাইন্স ডে?
এরপর খবর দেওয়া হয় সেনাবাহিনীকেই। শেষমেশ বিন্নাগুড়ি থেকে ঘটনাস্থলে এসে পৌঁছোয় সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড। ওই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধারের পর সেটি আদালত চত্বরেই বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে ফেলেন সেনার বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেনার ব্যবহার করা গ্রেনেড কীভাবে এখানে এল? তা নিয়ে শুরু হয় চাপানউতোর।
আরও পড়ুন- টেট-এ বিশাল ব়্যাঙ্ক, কিন্তু চাকরির ‘নিশ্চয়তা’ নিয়েই প্রশ্ন!