এ কী কাণ্ড, নবান্নে দাপাদাপি করছে 'রামভক্ত'!
বৃহস্পতিবার বেলা বাড়তেই একটি মুখপোড়া হুনুমান আচমকা নবান্নে ঢুকে পড়ে। ১৩ তলার বারান্দায় ঘুরে বেড়াতে দেখা যায় 'পবনপুত্র'কে। দেখে তাজ্জাব সরকারি কর্মীরা।
১৩ তলার বিভিন্ন জায়গায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর হনুমানটি সিঁড়ির কাছে রেলিংয়ে বসেছিল। নিরাপত্তারক্ষীরা সেটিকে তাড়াবার চেষ্টা করলেও নির্বিকার চিত্তে সেটি, এদিক ওদিক চাইতে থাকে। বসেছিল ঘোরানো বারান্দার রেলিংয়ে।
একসময় দেখা যায় যে, হনুমানকে দেখতে ভিড় জমে যায় নবান্নের বারান্দায়। সরকারি কর্মীরা মোবাইলে 'পবনপুত্রে'র ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।
নবান্নের ১৪ তলায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেম্বার। তার ঠিক নীচের তলাতে এভাবে হনুমানের আচমকা ঢুকে পড়া ও দাপাদাপি চিন্তা বাড়াচ্ছে। তবে পায়ের চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে গত কয়েকদিন ধরেই নবান্নে আসছেন না মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়ি থেকেই কাজ করে চলেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 'মিশন দিল্লি'-তে দলীয় কর্মসূচিতেও যোগ দিতে পারেননি। রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়েও বৈঠক করেছেন নবান্ন থেকে।