Happy Holi 2025: 'দেশবাসীর মধ্যে ঐক্যের রঙ আরও গভীর হোক', হোলিতে বিশেষ শুভেচ্ছা মোদী-মুর্মু-মমতার

Happy Holi 2025 Wishes Modi-Mamata: দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন মোদী। 'এই উৎসব ঐক্যের প্রতীক' শুভেচ্ছা বার্তায় উল্লেখ প্রধানমন্ত্রীর ।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Wishes Happy Holi 2025

দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন মোদী। 'এই উৎসব ঐক্যের প্রতীক' শুভেচ্ছা বার্তায় উল্লেখ প্রধানমন্ত্রীর ।

PM Modi Wishes Happy Holi 2025: দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন মোদী। 'এই উৎসব ঐক্যের প্রতীক' শুভেচ্ছা বার্তায় উল্লেখ  প্রধানমন্ত্রীর । 

Advertisment

হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ তাঁর বার্তা শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমি আমার সমস্ত দেশবাসীকে হোলির অনেক অনেক  শুভেচ্ছা জানাই। "আনন্দ ও উৎসাহে ভরা এই উৎসব সকলের জীবনে নতুন উৎসাহ বয়ে আনুক এবং দেশবাসীর মধ্যে ঐক্যের রঙকে গভীর করে তুলুক"। 

প্রধানমন্ত্রী মোদী দুই দিনের মরিশাস সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন। মরিশাসের জাতীয় দিবসে প্রধানমন্ত্রী মোদী দ্বিতীয়বারের মতো প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন। এর আগে ২০১৫ সালে তিনি এই সম্মান পেয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ জাতীয় পুরষ্কার "গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান" প্রদান করা হয়েছে। ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করতে প্রবল বৃষ্টি উপেক্ষা করেও হাজার হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

Advertisment

একইভাবে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেশে এবং বিদেশে বসবাসকারী সকল ভারতীয়কে হোলির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, রঙের উৎসব ঐক্যের অনুভূতি বৃদ্ধি করে। হোলি কেবল ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে না, বরং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল্যবোধও প্রতিষ্ঠা করে। তিনি বলেন, রঙের এই উৎসব আপনার জীবনেও আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক।

রাজ্যবাসীকে হোলির বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় হোলির শুভেচ্ছা বার্তায় বলেন, 'কোন রকমের  উসকানিতে কান দেবেন না, রঙিন হোক অন্তর, অনেকে অনেক উসকানি দেবে, কোনও কথায় কান দেওয়ার দরকার নেই। নিজেদের মতো দোল-হোলি খেলায় মেতে উঠুন, অন্তরকে রঙিন করে তুলুন।”  মুখ্যমন্ত্রী আরও বলেন, "এবছর দোল-হোলি একই দিনে  পড়েছে। আবার রমজান মাসও চলছে। একেবারে উৎসবের মরশুম। আমি আবেদন করব, সবাই একসঙ্গে থাকবেন। মনটা রঙিন রাখুন, সব ধর্মের জন্য, সব মানুষের জন্য। উৎসবে সামিল হলে দেখবেন মনটাও রঙিন হবে, বড় হবে।” 

দিল্লি, উত্তরপ্রদেশ সহ দেশের অনেক রাজ্যে, হোলির দিন আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার জন্য প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে। দিল্লিতে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য, আধাসামরিক বাহিনীর সাথে ২৫,০০০ এরও বেশি পুলিশ কর্মী শহরে মোতায়েন করা হয়েছে। পুলিশ ৩০০ টিরও বেশি সংবেদনশীল স্থান চিহ্নিত করেছে, যেখানে ড্রোন এবং সিসিটিভি ক্যামেরার সাহায্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উত্তর প্রদেশে, হোলি উপলক্ষে শান্তি নিশ্চিত করতে প্রশাসন  অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মাথায় রেখে, পুলিশ মিশ্র জনসংখ্যা এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। সংবেদনশীল স্থানগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 

modi holi mamata Droupadi Murmu