Advertisment

Burdwan Medical College and Hospital: মহিলা চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ, বর্ধমান মেডিক্যাল থেকে গ্রেফতার ২

Harassment of doctor: কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে নৃশংস ভাবে খুনের ঘটনায় স্তম্ভিত গোটা দেশের চিকিৎসক মহল।গ্রেপ্তার হওয়া খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বোচ্চার আন্দোলন চালিয়ে যাচ্ছেন আর জি কর সহ গোটা বাংলার সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।এমন আবহের মধ্যেও মহিলা ডাক্তার কে হুমকি ও দুর্ব্যবহারের ঘটনায় যেন বিরাম পড়ছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Harassment of doctor at Burdwan Medical College and Hospital, 2 arrested, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল

Burdwan Medical College and Hospital: গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তদের।

Burdwan Medical College and Hospital-Harassment of doctor: কলকাতার আর জি কর হাসপাতালের পর এর সেই তালিকায় যুক্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নাম। যদিও রেহাই পায়নি অভিযুক্তরা। পুলিশ দ্রত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের পাকড়াও করেছে ।

Advertisment

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা পিজিটি ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগ ওঠে রোগীর পরিজনদের বিরুদ্ধে। তা নিয়ে ওই মহিলা ডাক্তার হাসপাতালের পুলিশ ক্যাম্পে অভিযোগ জানালে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দু’জনকে গ্রেফতার করেছে বলে হাসপাতাল সুপার তাপস কুমার ঘোষ জানিয়েছেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ধৃত দু’জনের নাম নূরউদ্দিন মণ্ডল ও লালন শেখ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের রাইগ্রামের বাসিন্দা এই দুই ধৃত সম্পর্কে জামাই ও শ্বশুর বলে জানা গিয়েছে। যদিও ধৃতরা নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেছেন।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে শনিবারর ঘটনাটি ঘটে। সাপে কামড়ানো মাকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন নূরউদ্দিন মণ্ডল। স্ত্রীর শারীরিক অবস্থা সংকটজনক শুনে হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় নূরউদ্দিনের বাবা।

আরও পড়ুন- Ganga Aarti: অভূতপূর্ব! বাংলার গঙ্গাবক্ষে শিব বন্দনার এমন বর্ণাঢ্য আয়োজনে আপ্লুত ভক্তকূল

সেই সময় নূরউদ্দিন হাসপাতালের এক মহিলা পিজিটি ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন আচরণ করেন বলে অভিযোগ। তাঁর শ্বশুর লালন শেখের বিরুদ্ধেও মহিলা ডাক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। হাসপাতাল সুপার তাপস কুমার ঘোষ জানান, মহিলা পিজিটি ডাক্তার এই ঘটনা নিয়েই হাসপাতালের পুলিশ ক্যাম্পে অভিযোগ জানান । তার ভিত্তিতেই পুলিশ পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন- vatar government hospital: ‘আরজি করে কী হয়েছে দেখেছেন তো’, মহিলা চিকিৎসককে হুমকি, গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

harrasment Doctor
Advertisment